National news

এ ভাবেই দেওয়াল নোংরা করলেন বিজেপি নেতা! এ তো আমাদের ঐতিহ্য, সাফাইও দিলেন

সাদায়-সবুজে রাঙানো দেওয়াল। দু’পাশে দুটো বড় পোস্টার ঝুলছে রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের। তার মধ্যেই একটা কিছুটা নুয়ে প্রায় মাটিতে এসে ঠেকেছে। আর সেই নুয়ে পড়া পোস্টারের পাশেই নিশ্চিন্তে বসে কাজ সারছেন এক বিজেপি নেতা! কাজ বলতে, মূত্র ত্যাগ!

Advertisement

সংবাদ সংস্থা

অজমের শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০১৮ ১৩:০৭
Share:

বিজেপি নেতার এ ছবিই ভাইরাল হয়েছে।

সাদায়-সবুজে রাঙানো দেওয়াল। দু’পাশে দুটো বড় পোস্টার ঝুলছে রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের। তার মধ্যেই একটা কিছুটা নুয়ে প্রায় মাটিতে এসে ঠেকেছে। আর সেই নুয়ে পড়া পোস্টারের পাশেই নিশ্চিন্তে বসে কাজ সারছেন এক বিজেপি নেতা! কাজ বলতে, মূত্র ত্যাগ!

Advertisement

হ্যাঁ ইনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরই একজন সৈনিক। অথচ প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারত মিশনের হাল শক্ত হাতে ধরার কথা বদলে, ‘স্ব-দায়িত্বেই’মিশনের হাল খারাপ করছেন তিনিই! রাজস্থানের ওই বিজেপি নেতার ছবি ঘিরেই সমালোচনায় তোলপাড় সোশ্যাল মিডিয়া।

তিনি শম্ভু সিংহ খাটেশ্বর। রাজস্থান সিড কর্পোরেশনের চেয়ারম্যান। সম্প্রতি রাজস্থানের অজমেঢ়ে এই ঘটনা ঘটে।এ নিয়ে অবশ্য বিচলিত নন তিনি। বরং খোলা স্থানে মূত্র ত্যাগ করার সাফাই গাইলেন ওই নেতা। তাঁর কথায়, খোলা স্থানে মলত্যাগ করলে রোগ ছড়ানোর সম্ভাবনা থাকে। কিন্তু মূত্র ত্যাগে সেই সম্ভাবনা নেই। তাই এটা আলোচনা করার মতো তেমন বিষয় নয়। আরও একধাপ এগিয়ে তাঁর যুক্তি, ‘খোলা স্থানে মূত্র ত্যাগ বহু পুরনো ঐতিহ্য।’

Advertisement

আরও পড়ুন: হিন্দিভাষীদের উপরে হামলা, গুজরাত ছেড়ে পালাচ্ছেন শয়ে শয়ে মানুষ

তাছাড়া, ঘটনাস্থলে বিজেপির একটা র‌্যালি ছিল। তাঁর দেওয়া তথ্য অনুসারে তাতে ২.৫ লক্ষ লোকের জমায়েত ছিল। তার জন্য সকাল থেকে কাজে ব্যস্ত ছিলেন তিনি।আশেপাশে কোনও শৌচালয় ছিল না। তাই নাকি বাধ্য হয়েই তিনি এমন করেন, যুক্তি তাঁর।

কিন্তু নেতা যতই সাফাই গান না কেন, সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল এই ছবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন