রাজনীতিকরা দুর্নীতিগ্রস্ত নন, এই ‘সিস্টেম‌’ তাঁদের দুর্নীতি করতে বাধ্য করে, দাবি কর্নাটকের মন্ত্রীর

বিজেপি মন্ত্রীর দাবি, মানুষই তাঁদের দুর্নীতিপরায়ণ করে তোলে। ভোট দেওয়া থেকে শুরু করে গণেশ উৎসব, সাধারণ জনগণ তো রাজনীতিকদের কাছে শুধুই অর্থ প্রত্যাশা করে।

Advertisement

সংবাদ সংস্থা

বেঙ্গালুরু শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২২ ১৫:৫৭
Share:

রাজনৈতিক নেতাদের দুর্নীতি করার পিছনে মানুষকেই দায়ী করলেন মন্ত্রী। —প্রতীকী চিত্র।

বর্তমান সমাজকে দুর্নীতিমুক্ত করা ভীষণ কঠিন কাজ। কারণ দুর্নীতির বীজ খুব গভীরে রয়েছে। আর এই ‘সিস্টেম’ ‘বাধ্য’ করে রাজনীতিবিদদের দুর্নীতি করতে। এমনটাই মনে করেন কর্নাটকের আইন এবং পরিষদীয় মন্ত্রী জেসি মধুস্বামী। বিজেপি নেতার কথায়, ‘‘রাজনীতিকরা দুর্নীতিগ্রস্ত হন না। কিন্তু মানুষ এবং এই ‘সিস্টেম’ তাঁদের দিয়ে দুর্নীতি করায়।’’

Advertisement

শনিবার একটি অনুষ্ঠানে গিয়েছিলেন কর্নাটকের মন্ত্রী। সেখানে তাঁর বক্তব্য, ‘‘আমি রাজনীতিকদের দুর্নীতিগ্রস্ত বলতে পারি না। মানুষই তাঁদের দুর্নীতিপরায়ণ করে তোলে। ভোট দেওয়া থেকে শুরু করে গণেশ উৎসব, সাধারণ জনগণই তো রাজনীতিকদের কাছে শুধু অর্থ প্রত্যাশা করে। বিভিন্ন অনুষ্ঠানে তাঁরা রাজনীতিকদের কাছে টাকা চান। এই অবস্থায় ওই রাজনীতিক দুর্নীতি ছাড়া আর কী করবে?’’ তাঁর সংযোজন, ‘‘আমি মনে করি পরিস্থিতিই রাজনীতির কারবারিদের পথভ্রষ্ট করে।’’

মন্ত্রীর দাবি, বর্তমান পরিস্থিতি এবং সমাজ রাজনীতিকদের খারাপ করে দিচ্ছে। ‘সিস্টেম’ ঠিক থাকলে কেউ দুর্নীতি করতেন না। সমাজে সব ঠিক থাকলে নেতাদের হাতে টাকা থাকত। তাঁরাও বিপথে পা বাড়াতেন না। তাঁর কথায়, ‘‘ভাবনা-চিন্তা ঠিক থাকলে সিস্টেম ঠিক থাকে। তার জন্য সবাইকে ভূমিকা নিতে হয়।’’ শেষে বিজেপি নেতা বলেন, ‘‘পারিপার্শ্বিক চাপ দুর্নীতির একটা মস্ত কারণ হতে পারে। এ কথা কেউ হলফ করে বলতে পারবেন না যে, ন্যূনতম দুর্নীতি ছাড়াই আমি বাস করব।’’

Advertisement

এই প্রতিবেদনের শুরুতে মন্ত্রীর পদবি চৌধুরি লেখা হয়। যা ঠিক নয়। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখিত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন