Pragya Singh Thakur

বাস্কেটবল খেলা অতীত, এবার বিয়ের অনুষ্ঠানে নাচ বিজেপি সাংসদ প্রজ্ঞা সিংহ ঠাকুরের

ভোপালে নিজের বাড়িতে অত্যন্ত দরিদ্র পরিবারের দুই তরুণীর বিয়ের আয়োজন করেন প্রজ্ঞা। সেখানেই সাংসদকে নাচতে দেখা যায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ জুলাই ২০২১ ১৪:৩০
Share:

প্রজ্ঞা সিংহ ঠাকুর ছবি-- সংগৃহীত

বাস্কেটবল খেলার পর এ বার নাচ। আবারও ভাইরাল বিজেপি সাংসদ প্রজ্ঞা সিংহ ঠাকুরের ভিডিয়ো। একটি বিয়ের অনুষ্ঠানে তাঁকে নাচতে দেখা গেছে। তবে প্রজ্ঞার নাচ ভাল লাগেনি কংগ্রেসের। স্বাস্থ্যের কারণ দেখিয়ে মালেগাঁও বিস্ফোরণ মামলায় আদালতে হাজিরা দেননি ভোপালের সাংসদ, তবে তিনি বিয়েতে নাচতে পারছেন! ঠিক এই বিষয়টিই তুলে ধরতে চেয়েছন কংগ্রেস নেতারা।

সম্প্রতি, ভোপালে নিজের বাড়িতে অত্যন্ত দরিদ্র পরিবারের দুই তরুণীর বিয়ের আয়োজন করেন প্রজ্ঞা। সেই বিয়েতেই ৫১ বছরের সাংসদকে নাচ করতে দেখা যায়। নিজে নাচা ছাড়াও বিয়েতে উপস্থিত অতিথিদেরও তিনি নাচতে অনুরোধ করেন। প্রজ্ঞার নাচের ভিডিয়ো ছড়িয়ে পড়তেই কংগ্রেসের দিক থেকে কটাক্ষ উড়ে এসেছে। মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা নরেন্দ্র সালুজা কটাক্ষ করে টুইটে লেখেন, ‘যখনই আমরা ভোপালের সাংসদ, বোন প্রজ্ঞা ঠাকুরকে বাস্কেটবল খেলতে দেখি, কারও সাহায্য ছাড়াই হাঁটতে দেখি এবং খুশিতে নাচতে দেখি, এটা কি আমাদের আনন্দ দেয়?’

Advertisement

কয়েক দিন আগেই ভাইরাল হয় প্রজ্ঞার বাস্কেটবল খেলার ভিডিয়ো। তাতে দেখা যায়, হুইলচেয়ার ছেড়ে তিনি খেলছেন। সে বারও সালুজা লেখেন, ‘আমরা ভোপালের সাংসদ প্রজ্ঞাকে ঠাকুরকে হুইলচেয়ারে দেখেছি। কিন্তু, আজ তাঁকে ভোপাল স্টেডিয়ামে বাস্কেটবল খেলতে দেখে খুব খুশি হলাম। এত দিন আমরা জানতাম যে, আঘাতের কারণে তিনি হাঁটতে বা ভাল করে দাঁড়াতে পারতেন না। ঈশ্বর তাঁকে সর্বদা সুস্থ রাখুন।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement