Privilege Motion

‘রাষ্ট্রপতির অবমাননা করেছেন সনিয়া গান্ধী’! রাজ্যসভায় স্বাধিকার ভঙ্গের প্রস্তাব বিজেপির

শুক্রবার সংসদে ৫৯ মিনিটের ভাষণে মোদী সরকারের বিভিন্ন ‘সাফল্যের’ কথা বলেন রাষ্ট্রপতি দ্রৌপদী। সনিয়া সেই ভাষণ সম্পর্কে বলেন, ‘‘ওঁকে খুব ক্লান্ত মনে হচ্ছিল। ভাল করে কথাও বলতে পারছিলেন না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৩৯
Share:

বাঁদিকে দ্রৌপদী মুর্মু, ডানদিকে সনিয়া গান্ধী। —ফাইল ছবি।

রাষ্ট্রপতি ভবনের তরফে নিন্দা করা হয়েছিল আগেই। দ্রৌপদী মুর্মু সম্পর্কে ‘আপত্তিকর মন্তব্যে’র অভিযোগে সোমবার কংগ্রেসের রাজ্যসভা সাংসদ সনিয়া গান্ধীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আন বিজেপি নেতৃত্বাধীন। সোমবার শাসক শিবিরের সাংসদেরা রাজ্যসভার চেয়ারম্যান ধনখড়ের কাছেএ সংক্রান্ত নোটিস জমা দিয়েছেন।

Advertisement

শুক্রবার বাজেট অধিবেশনের সূচনায় প্রথামাফিক সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী। প্রায় ৫৯ মিনিট বক্তৃতা করেন তিনি। অধিবেশন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে সনিয়া বলেন, ‘‘ওঁকে খুব ক্লান্ত মনে হচ্ছিল। ভাল করে কথাও বলতে পারছিলেন না।’’ সে সময় রাষ্ট্রপতির উদ্দেশে সনিয়া ‘বেচারা’ শব্দটি ব্যবহার করেন বলে বিজেপির অভিযোগ।

প্রাক্তন কংগ্রেস সভানেত্রীর মন্তব্যের নিন্দা করে শুক্রবার রাতেই বিবৃতি দিয়েছিল রাষ্ট্রপতি ভবন। তাতে লেখা হয়েছিল— ‘‘সাংসদ সনিয়া গান্ধীর মন্তব্য কুরুচিকর, দুর্ভাগ্যজনক এবং বর্জনীয়।’’ অন্য দিকে, বিজেপি সভাপতি জেপি নড্ডা সরাসরি গান্ধী-নেহরু পরিবারকে নিশানা করে বলেছিলেন, ‘‘মাননীয় রাষ্ট্রপতি সম্পর্কে এমন মন্তব্য ওঁদের জমিদারি মানসিকতার আর একটি উদাহরণ।’’ সোমবার বিজেপির সহযোগী ‘হিন্দুস্তান আওয়াম মোর্চা’ সাংসদ জিতনরাম মাঝিঁর নেতৃত্বে সনিয়ার বিরুদ্ধে প্রস্তাব এনেছেন এনডিএ সাংসদেরা।

Advertisement

সোমবার রাজ্যসভার চেয়ারম্যানের কাছে পাঠানো স্বাধিকার ভঙ্গের প্রস্তাবে এনডিএ সাংসদেরা লিখেছেন— ‘‘মাননীয় রাষ্ট্রপতি সম্পর্কে রাজ্যসভা সাংসদ সনিয়া গান্ধী যে অসংসদীয় এবং অবমাননাকর মন্তব্য করেছেন, তা গুরুতর। বিষয়টি বিবেচনা করে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’’ প্রসঙ্গত, শুক্রবার রাষ্ট্রপতির ভাষণে প্রত্যাশামতোই ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের সুখ্যাতি। গত ১০ বছরে মোদী সরকারের প্রকল্প দেশের পরিকাঠামো এবং সামাজিক উন্নয়নের ইতিহাসে নতুন মাত্রা যোগ করেছে বলে জানান দ্রৌপদী। তাঁর ওই বক্তব্য নিয়ে ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছে বিরোধী দলগুলি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement