১৯৭৫ সাল। ইংরেজি, হিন্দি, ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানে ৪০০-র মধ্যে ১৬৫ পেয়ে পার্ট ওয়ান পাশ করেন তিনি। এখানে নরেন্দ্র নামের সঙ্গে কুমার ব্যবহার করা হয়েছে। এবং দামোদর বানান ইংরেজিতে DAMODER লেখা হয়েছে।
গুজরাত বিশ্ববিদ্যালয় আগেই জানিয়েছিল, ‘এক্সটারনাল’ ছাত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর স্তরে ৬২.৩ শতাংশ নম্বর পেয়েছিলেন প্রধানমন্ত্রী। এ বার মোদীর স্নাতক স্তরের ডিগ্রি প্রকাশ্যে আনল বিজেপি। সেখানে দেখা যাচ্ছে, এক বার নয়, দু’বার নয়, তিন বার বিএ পরীক্ষা দিয়েছিলেন মোদী। এবং হাল না ছাড়ার কারণেই শেষে তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছিলেন। যদিও কেজরীবাল শিবির এর পরেও দাবি করেছে, বিজেপি-র এ দিনের পেশ করা মার্কশিট এবং সার্টিফিকেটও ভুয়ো। গ্যালারিতে দেখে নিন মোদীর সেই সব মার্কশিট এবং সার্টিফিকেট।