Assembly Poll

Manipur: মণিপুরে ৬০ আসনে প্রার্থী দেবে বিজেপি হেইনগঙ থেকে লড়বেন মুখ্যমন্ত্রী বীরেন

কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব দাবি করেন, দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার তাঁর দল মণিপুরে সরকার গড়বে। মণিপুরে দু’দফায় ভোটগ্রহণ।

Advertisement

সংবাদ সংস্থা

কোহিমা শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২২ ২১:৪২
Share:

পুরনো কেন্দ্র থেকেই লড়বেন মণিপুরের মু্খ্যমন্ত্রী বীরেন সিংহ।

মণিপুরে আসন্ন বিধানসভা নির্বাচনে একক ভাবেই লড়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। রাজ্যের মোট ৬০ আসনের সবক’টিতেই তারা প্রার্থী দেবে বলে ঘোষণা করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ তাঁর পুরনো কেন্দ্র হেইনগঙ কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Advertisement

রবিবার বিজেপি-র তরফ থেকে সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব দাবি করেন, দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার তাঁর দল মণিপুরে সরকার গড়বে। মণিপুরে দু’দফায় ভোটগ্রহণ। তিনি বলেন, ‘‘এ বার টিকিট দেওয়া হয়েছে সেই সমস্ত প্রার্থীকে যাঁরা দীর্ঘদিন ধরে দলের জন্য একনিষ্ঠ ভাবে কাজ করে যাচ্ছেন। সেই তালিকায় শিক্ষাবিদ, খেলোয়াড় যেমন রয়েছেন, তেমনই রয়েছেন প্রশাসক সমাজসেবীরা।

মণিপুরে দু’দফায় ভেট নেওয়া হবে। প্রথম দফায় ২৭ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় তথা শেষ দফায় ভোট নেওয়া হবে ৩ মার্চ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন