তালাক নিয়ে প্রচারে বিজেপি

তাৎক্ষণিক তিন তালাকের বিরুদ্ধে মোদী সরকারের ‘ইতিবাচক’ ভূমিকাকে নিয়ে প্রচারে নামবে বিজেপি। মুসলিমদের উন্নয়নে কেন্দ্রীয় সরকার কী কী পদক্ষেপ করেছে, লোকসভা ভোটের আগে সে কথাকেও তুলে ধরা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী মুখতার আব্বাস নকভি।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ জুন ২০১৮ ০৩:৪৩
Share:

প্রতীকী ছবি।

তাৎক্ষণিক তিন তালাকের বিরুদ্ধে মোদী সরকারের ‘ইতিবাচক’ ভূমিকাকে নিয়ে প্রচারে নামবে বিজেপি। মুসলিমদের উন্নয়নে কেন্দ্রীয় সরকার কী কী পদক্ষেপ করেছে, লোকসভা ভোটের আগে সে কথাকেও তুলে ধরা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী মুখতার আব্বাস নকভি।

Advertisement

মোদীর মন্ত্রী নকভি সম্প্রতি ইফতারের আয়োজন করেছিলেন। তাৎক্ষণিক তিন তালাকের শিকার হওয়া বেশ কয়েকজন মুসলিম মহিলাও সেখানে উপস্থিত ছিলেন। তাঁর দাবি, বর্তমান প্রজন্ম ও মুসলিম মহিলারা বিজেপির কাজকর্ম বিচার করে এখন ভাল-মন্দ রায় দিচ্ছেন। নকভি বলেন, ‘‘সত্তর বছর ধরে বিষিয়ে দেওয়া হয়েছে দেশের মুসলিমদের মন। তাঁদের আস্থা ফিরে পেতে নরেন্দ্র মোদী সরকারকে অনেক কিছু করতে হবে।’’

কৈরানা উপনির্বাচনে বিজেপির হার লোকসভা ভোটে প্রভাব ফেলবে না বলেই দাবি করেন তিনি। বলেন, ‘‘এই হারের অর্থ এমন নয় যে সব ভোটেই আমরা হারব। লোকসভা ভোটের দিকে তাকিয়ে বিরোধীরা জোট করার চেষ্টা করছে। এর মোকাবিলায় আমাদেরও রণনীতি নিতে হবে।’’

Advertisement

কংগ্রেস ও বিজেপি-বিরোধী অন্য দলগুলি মুসলিমদের নিয়ে এত দিন ‘ভোট ব্যাঙ্কের রাজনীতি’ করে এসেছে, তাদের উন্নয়নের দিকে নজর দেয়নি বলেই অভিযোগ এনেছেন নকভি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন