বিহারে গোলমালের ছক কষছে বিজেপি, অভিযোগ

বিজেপির বিরুদ্ধে বিহারে আইনশৃঙ্খলা ভঙ্গের ষড়যন্ত্র করার অভিযোগ তুলল শাসক জেডিইউ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পটনা শেষ আপডেট: ২০ জুন ২০১৬ ০৯:২২
Share:

বিজেপির বিরুদ্ধে বিহারে আইনশৃঙ্খলা ভঙ্গের ষড়যন্ত্র করার অভিযোগ তুলল শাসক জেডিইউ।

Advertisement

সেই অভিযোগের স্বপক্ষে দেখানো হল একটি ভিডিও ফুটেজ। তাতে রয়েছে ধৃত এক ‘সুপারি কিলারের’ বক্তব্য। তার দাবি, গয়ার বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা প্রেমকুমারের শ্যালক বাবলু কুমার স্থানীয় এক স্বর্ণ ব্যবসায়ীকে খুন করতে বলেন। জেডিইউ মুখপাত্র সঞ্জয় সিংহের বক্তব্য, ‘‘রাজ্যের আইন-শৃঙ্খলা ভাঙার ষড়যন্ত্র করছে বিজেপি। ওই ঘটনায় তা স্পষ্ট হয়েছে।’’

এই অভিযোগে অস্বস্তিতে পড়েছে বিজেপি। বিরোধী দলনেতা প্রেমকুমারের মোবাইল ফোনও বন্ধ। এ নিয়ে রাজ্যস্তরের নেতারা মুখে কুলুপ এঁটেছেন। তবে গয়ার বিজেপি সভাপতি অনিল স্বামী বলেন, ‘‘আইন-শৃঙ্খলার অবনতির দায় ঝেড়ে ফেলতে প্রেমকুমারকে ফাঁসানোর চেষ্টা চলছে। বাবলু কুমার দলের কেউ নন। বিধায়কের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক থাকলেও দলের কোনও সম্পর্ক নেই।’’

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিছু দিন ধরে স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী দীপক কুমারের সঙ্গে বাবলুর গোলমাল চলছিল। সম্প্রতি দীপক গয়ার বিষ্ণুপদ থানায় বাবলুর বিরুদ্ধে অনুসরণ ও হামলার অভিযোগ করেন। গোটা বিষয়টিতে প্রথমে গা না করলেও গত বৃহস্পতিবার বৈতরণী দিঘির কাছে মোটরসাইকেল সওয়ার ৩ সশস্ত্র দুষ্কৃতী দীপকের উপরে হামলা চালায়। অভিযোগ, ওই দলে ছিলেন বাবলুও। কোনও মতে প্রাণে বেঁচে যান স্বর্ণ ব্যবসায়ী।

ভাবলেই হয়!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন