Bangladesh General Election

ভোটের বাংলাদেশেও দলবদলের পালা! খালেদা জিয়ার জমানার মন্ত্রী বিএনপি ছেড়ে এনসিপির প্রার্থী

বুধবার বিএনপি ছেড়ে এনসিপিতে যোগ দিয়েই মনোনয়ন পেয়েছেন প্রাক্তন মন্ত্রী মনজুর কাদের। বাংলাদেশ সেনার এই অবসরপ্রাপ্ত মেজর প্রায় তিন দশক রাজনীতিতে রয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ২৩:২৫
Share:

(বাঁ দিকে) খালেদা জিয়া এবং নাহিদ ইসলাম (ডান দিকে)। — ফাইল চিত্র।

জাতীয় সংসদের নির্বাচনের দিন ঘোষণা হবে আগামী সপ্তাহে। তার আগে থেকেই বাংলাদেশের যুযুধান রাজনৈতিক দলগুলির তরফে প্রার্থী ঘোষণার পালা শুরু হয়েছে। আর সেই সঙ্গেই শুরু হয়ে গিয়েছে দলবদলও!

Advertisement

বুধবার বিএনপি ছেড়ে এনসিপিতে যোগ দিয়েই মনোনয়ন পেয়েছেন প্রাক্তন মন্ত্রী মনজুর কাদের। বাংলাদেশ সেনার এই অবসরপ্রাপ্ত মেজর প্রায় তিন দশক রাজনীতিতে রয়েছেন। জাতীয় সংসদের নির্বাচনে জয়ী হয়েছেন চার বার! বিএনপি সভানেত্রী খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন তাঁর মন্ত্রিসভাতেও ঠাঁই পেয়েছিলেন কাদের। বুধবার সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসন থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষিত হয়েছে।

বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা হবে আগামী সপ্তাহে। তার আগে বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের একাংশের দল এনসিপি প্রথম দফায় জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে ১২৫টিতে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা-১৮ এবং সদস্য সচিব আখতার রংপুর-৪ আসন থেকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। জাতীয় সংসদের আগামী নির্বাচনে দলের দুই অন্যতম মুখ, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) সারজিস আলম পঞ্চগড়-১ এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) হাসনাত আবদুল্লা কুমিল্লা-৪ কেন্দ্র থেকে লড়বেন। নোয়াখালি-৬ কেন্দ্রে সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ এবং ঢাকা-১৬ কেন্দ্রে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবকে প্রার্থী করা হয়েছে এনসিপির তরফে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement