অযোধ্যায় আবার রামনাম বিজেপি-র, এ বার সংগ্রহালয়

মন্দির ছেড়ে অযোধ্যায় এ বার ‘রাম সংগ্রহালয়’ গড়ার পথে হাঁটছে বিজেপি। এবং দলগত ভাবে নয়, রীতিমতো সরকারি ভাবে। মঙ্গলবার প্রস্তাবিত সংগ্রহালয়ের পরিকল্পনার কথা জানালেন কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী মহেশ শর্মা। তবে অযোধ্যায় বিতর্কিত রামমন্দিরের জায়গায় নয়, তার পাশেই গড়া হবে এই অত্যাধুনিক সংগ্রহালয়। সংগ্রহালয়কে মহিমান্বিত করতে একে ‘রামায়ণ সার্কিট’-এর অঙ্গ হিসেবে তুলে ধরা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ জুন ২০১৫ ১৬:১৩
Share:

কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী মহেশ শর্মা। ছবি: পিটিআই।

মন্দির ছেড়ে অযোধ্যায় এ বার ‘রাম সংগ্রহালয়’ গড়ার পথে হাঁটছে বিজেপি। এবং দলগত ভাবে নয়, রীতিমতো সরকারি ভাবে। মঙ্গলবার প্রস্তাবিত সংগ্রহালয়ের পরিকল্পনার কথা জানালেন কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী মহেশ শর্মা। তবে অযোধ্যায় বিতর্কিত রামমন্দিরের জায়গায় নয়, তার পাশেই গড়া হবে এই অত্যাধুনিক সংগ্রহালয়। সংগ্রহালয়কে মহিমান্বিত করতে একে ‘রামায়ণ সার্কিট’-এর অঙ্গ হিসেবে তুলে ধরা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

Advertisement

রামমন্দির গড়াকে কেন্দ্র করে এক সময় উত্তাল হয়েছিল দেশের রাজনৈতিক পরিবেশ। নব্বইয়ের দশকের গোড়ায়একে জড়িয়েই ঘটেছে বিতর্কিত বাবরি কাঠামো ধ্বংসের মতো ঘটনা। হয়েছে রক্তক্ষয়ী দাঙ্গা। ঘরছাড়া হয়েছেন বহু মানুষ। সেই অযোধ্যায় ‘রাম সংগ্রহালয়’ গড়ার রাজনৈতিক তাৎপর্য কী? এর সরাসরি উত্তর না দিয়ে পর্যটনমন্ত্রী বলেন, “মন্দির তো গড়া হচ্ছে না। পর্যটনের প্রসারে কথা মাথায় রেখেই এই উদ্যোগ।”

এ দিন তিনি বলেন, “প্রস্তাবিত সংগ্রহালয়টি আগামী বছর গড়ার পরিকল্পনা আছে।” দিল্লির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরের আদলে এটি গড়তে বছরখানেক সময় লাগবে। তাৎপর্যপূর্ণ ভাবে ২০১৭ সালেই উত্তরপ্রদেশে বিধানসভা ভোট। সেই ভোটকে সামনে রেখেই কী তবে এই ‘রাম সংগ্রহালয়’-এর পরিকল্পনা? দুধ না হোক, অন্তত ঘোল! তবে, বিরোধীরা এখনও মুখ খোলেনি। মুখ খোলার পরেই স্পষ্ট হবে, সংগ্রহালয় নতুন করে কোনও বিতর্ক নিয়ে আসে কি না!

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন