দিল্লির নয়া বাজারে বিস্ফোরণ, মৃত ১

মঙ্গলবার সকাল নাগাদ দিল্লির নয়া বাজার এলাকায় একটি বাজি বিস্ফোরণে এক জনের মৃত্যু হয়েছে। জখম অন্তত পাঁচ জন।দীপাবলির ঠিক আগেই এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে রাজধানীতে।

Advertisement
শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০১৬ ০২:০৮
Share:

মঙ্গলবার সকাল নাগাদ দিল্লির নয়া বাজার এলাকায় একটি বাজি বিস্ফোরণে এক জনের মৃত্যু হয়েছে। জখম অন্তত পাঁচ জন। দীপাবলির ঠিক আগেই এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে রাজধানীতে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মোতালিপ মির্জা। আদতে পশ্চিমবঙ্গের বাসিন্দা ওই ব্যক্তি গত ১৫-২০ বছর ধরে শ্রমিকের কাজ করতেন। এ দিন একটি ব্যাগে প্রচুর পরিমাণে বাজি ঠেসে নিয়ে যাওয়ার পথে বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় কোনও নাশকতার যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তবে প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, চাপের ফলে বাজি ফেটে এই দুর্ঘটনা। বাহরাইনে সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ টেলিফোনে পুরো বিষয়টি খতিয়ে দেখে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে সিসিটিভি ফুটেজও। আপাতত কড়া নিরাপত্তার চাদরে ঢেকেছে শহর দিল্লি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement