কেরলে বিতর্কে বিএলও। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
কেরলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এক কাজ করছিলেন বুথ স্তরের আধিকারিক (বিএলও)। অভিযোগ, সেই কাজের ফাঁকে প্রকাশ্যে নগ্নতা প্রদর্শন করেছেন। মহিলাদের উপস্থিতিতেই সেই কাজ করেছেন বিএলও। সেই অভিযোগে ওই ব্যক্তিকে বিএলও-র কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, কাজের সময়ে কেন এই ধরনের আচরণ করেছেন, তা জানাতে বলে কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়েছে ওই ব্যক্তিকে।
কেরলের তাভানুর মণ্ডলে গত সপ্তাহে এই ঘটনা হয়েছে। মঙ্গলবার বিষয়টি বিভিন্ন টিভি চ্যানেলে দেখানো হয়েছে। জেলা প্রশাসনের এক আধিকারিক জানান, ২৩ নভেম্বর বিষয়টি ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ইআরও)-র নজরে পড়ে। সোমবার ওই বিএলও-কে পদ থেকে সরিয়ে দেন জেলাশাসক ভিআর বিনোদ। তিনি জানান, অন্য এক জনকে ওই এলাকার বিএলও-র দায়িত্ব দেওয়া হয়েছে।
টিভি চ্যানেলে যে ভিডিয়ো দেখানো হয়েছে, তাতে দেখা গিয়েছে, এনুমারেশন ফর্ম ভরার কাজ চলছিল। বিএলও-র চারপাশে দাঁড়িয়ে ছিলেন বহু মানুষজন। তাঁদের মধ্যে ছিলেন কয়েক জন মহিলাও। বিএলও আচমকা উঠে দাঁড়িয়ে নিজের ধুতি (স্থানীয় ভাষায় মুণ্ডু) খোলেন এক ব্যক্তির সামনে, যিনি ভিডিয়ো তুলছিলেন। তাতেই তৈরি হয়েছে বিতর্ক। কেন এই কাজ তিনি করেন, তা নিয়ে বিশদে কিছু জানা যায়নি।