Blue Bottle Jellyfish

মুম্বইয়ে সমুদ্র সৈকতে জেলিফিশের হামলায় আহত দেড় শতাধিক

জুহু বিচের এক মুখপাত্র জানিয়েছেন, গত দু’দিনে ১৫০ জনের বেশি আহত হয়েছেন। জেলিফিশের হামলায় আহতদের ক্ষতস্থানে দ্রুত লেবু লাগিয়ে সাহায্য করার চেষ্টা করছি।’’

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৮ ১০:২৪
Share:

ব্লু বটল জেলিফিশ। ফাইল চিত্র।

ব্লু বটল জেলিফিশের হামলায় আতঙ্ক মুম্বইয়ের সমুদ্র সৈকতে। জুহু বিচে গত দু’দিনে ১৫০ জনের বেশি পর্যটক আক্রান্ত হয়েছেন ব্লু বটল জেলিফিশের হামলায়।

Advertisement

সাধারণ ভাবে বর্ষাকালের মাঝামাঝি সময় মুম্বইয়ে এই জাতীয় জেলিফিশ দেখা যায়। এদের বলে পর্তুগিজ ম্যান-অব-ওয়ার। এই জেলিফিশের সংস্পর্শে এলে মানুষের শরীরে ক্ষত তৈরি হয়। কারণ আত্মরক্ষার্থে এদের শরীরে বেশ কিছু ধারালো ফুলকো থাকে। সেগুলি শরীরে লাগলে ক্ষত তৈরি করে। বিষাক্ত এই জেলিফিশ গায়ে লাগলে প্রবল চুলকানিও হয়। বেশ কয়েক ঘণ্টা ব্যাথাও থাকে। এই জাতীয় বিষাক্ত জেলিফিশের হামলায় বহু মাছের মৃত্যু খবর শোনা যায়। যদিও এই জেলিফিশের হামলায় মানুষের মৃত্যুর খবর এখনও পর্যন্ত শোনা যায়নি।

জুহু বিচের এক মুখপাত্র জানিয়েছেন, গত দু’দিনে ১৫০ জনের বেশি আহত হয়েছেন। জেলিফিশের হামলায় আহতদের ক্ষতস্থানে দ্রুত লেবু লাগিয়ে সাহায্য করার চেষ্টা করছি।’’ পর্যটকদের উদ্দেশে তাঁর উপদেশ, কিছু দিন সমুদ্র সৈকত ভ্রমণ না করাই ভাল।’’

Advertisement

আরও পড়ুন: পিছিয়ে গেল ৩৫এ শুনানি, স্তব্ধ কাশ্মীর

আরও পড়ুন: ছেলে বন্ধক দিয়ে গন্ডার শিকারের রাইফেল​

স্থানীয়রা বলছেন, ‘‘প্রতি বছরই এ সময় জেলিফিশ দেখা যায়। বর্ষার সময় এরা প্রজননের জন্য আসে মুম্বইয়ের উপকূলে। তবে এ বছর তাদের সংখ্যা আর পাঁচটা বছরের থেকে অনেকটাই বেশি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন