ডাল লেকে উল্টে গিয়েছে নৌকা। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
শ্রীনগরের ডাল লেকে নৌকা চড়ছিল পর্যটকদের একটি দল। আচমকাই বিপত্তি। শুক্রবার ঝোড়ো হাওয়ার কারণে হজরত বালের কাছে উল্টে যায় নৌকা। জলে পড়ে যান পিতা এবং পুত্র। স্থানীয়েরা এসে পিতাকে উদ্ধার করলেও রাত পর্যন্ত পুত্রের খোঁজ মেলেনি।
শুক্রবার সকাল থেকে শ্রীনগরের আকাশ ছিল মেঘলা। বৃষ্টির পাশাপাশি ঝড় হয়েছে। আর তার জেরেই ডাল লেকে উল্টে যায় নৌকাটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। যদিও এক জনকে রাত পর্যন্ত উদ্ধার করা যায়নি।
ঝড়বৃষ্টির কারণে শুক্রবার শ্রীনগরে অনেক গাছ উল্টে গিয়েছে। তৈরি হয়েছে যানজট। ব্যহত হয়েছে বিমান পরিষেবা। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, ইন্ডিগো বিমান সংস্থার দু’টি উড়ান শ্রীনগরে নামতে পারেনি। একটি দিল্লি থেকে অন্যটি মুম্বই থেকে উড়েছিল। দু’টির বিমানের একটি দিল্লিতে এবং অন্যটি চণ্ডীগড়ে অবতরণ করে।