জঙ্গির বাড়িতে আগুন দেওয়ায় অভিযুক্ত সেনা

জইশ ই মহম্মদ জঙ্গির আদিল আহমেদ দারের আত্মীয়দের অভিযোগ, মঙ্গলবার রাত ১২ নাগাদ রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানেরা পুলওয়ামায় তাদের বাড়ির চারপাশে শুকনো ঘাস জড়ো করে তার উপরে কেরোসিন ছ়ড়িয়ে আগুন লাগিয়ে দেয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শ্রীনগর শেষ আপডেট: ০১ জুন ২০১৮ ০৩:৩৬
Share:

জইশ ই মহম্মদ-এর এক জঙ্গির বাড়ি পুড়িয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠল সেনার রাষ্ট্রীয় রাইফেলসের বিরুদ্ধে। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার এই ঘটনার ভিডিয়ো ‘ভাইরাল’ হওয়ার পরেই উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। অন্য দিকে কুপওয়ারা জেলার হান্দোয়ারায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছে দুই জঙ্গি।

Advertisement

জইশ ই মহম্মদ জঙ্গির আদিল আহমেদ দারের আত্মীয়দের অভিযোগ, মঙ্গলবার রাত ১২ নাগাদ রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানেরা পুলওয়ামায় তাদের বাড়ির চারপাশে শুকনো ঘাস জড়ো করে তার উপরে কেরোসিন ছ়ড়িয়ে আগুন লাগিয়ে দেয়। দারের কাকা আব্দুল রশিদ দার বলেন, ‘‘বাড়ির লোকজন কেরোসিনের গন্ধ এবং আগুনের শিখা দেখে উঠে পড়েন। তার পরে প্রতিবেশীদের চেষ্টায় সেই আগুন নেভানো হয়। কোনও রকমে আমরা আমাদের বাড়িটা বাঁচাতে পেরেছি।’’ তাঁর আরও অভিযোগ, আগের দিনই রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানরা তাঁদের বাড়ির ভিডিয়ো করছিলেন। সেটা ছিল আগুন লাগানোর পরিকল্পনার একটি অংশ।

তিন মিনিটের একটি ভিডিয়ো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে, দারের বাড়িতে আগুন লাগানোর ঘটনা নিয়ে স্থানীয় বাসিন্দারা রাষ্ট্রীয় রাইফেলসকে গালিগালাজ করছেন। এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন সেনার মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া।

Advertisement

অন্য দিকে হান্দোয়ারায় ক্রালগুন্দে গত কাল গভীর রাতে রাষ্ট্রীয় রাইফেলসের একটি দলের উপরে হামলা চালায় জঙ্গিরা। কিছু ক্ষণ গুলির লড়াই চলে। আজ সকালে দুই অজ্ঞাতপরিচয় জঙ্গির দেহ উদ্ধার করেছে সেনা। গোয়েন্দাদের ধারণা, ওই দুই জঙ্গি পাকিস্তানি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন