Bikaner Rape Case

‘চা খাওয়াবেন’? দুই শ্রমিকের অনুরোধ রাখাই কাল হল, তরুণীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন রাজস্থানে

এক তরুণীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল রাজস্থানের বিকানেরে। অভিযুক্ত দুই শ্রমিক। বিকানেরের ডেপুটি পুলিশ সুপার নিকেত পারেখ জানিয়েছেন, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫ ১৮:৪৭
Share:

—প্রতীকী চিত্র।

এক তরুণীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল রাজস্থানের বিকানেরে। অভিযুক্ত দুই শ্রমিক। তরুণীর বাড়ির সামনেই একটি মাঠে কাজ করছিলেন ওই শ্রমিকেরা। কাজের ফাঁকে তাঁরা তরুণীর বাড়িতে আসেন। তাঁর মায়ের কাছে চা খেতে চান। কিন্তু তিনি দিতে রাজি হননি। শ্রমিকেরা ফিরে গিয়ে আবার কাজ শুরু করেন।

Advertisement

রাতের দিকে ঠান্ডা বাড়তে থাকায় আবার ওই দুই শ্রমিক তরুণীর বাড়িতে আসেন। এ বারও চা খাওয়ানোর জন্য অনুরোধ করেন। তবে এ বার আর ফেরাননি তরুণীর মা। তিনি দুই শ্রমিককে ঘরে ডেকে নেন। তার পর তাঁদের বসতে বলে চা করতে যান রান্নাঘরে। বানানো হয়ে গেলে মহিলা তাঁর মেয়েকে বলেন শ্রমিকদের চা দিয়ে আসতে। তখন তরুণী চা নিয়ে শ্রমিকদের কাছে যান। তার কিছু পরেই মেয়ের চিৎকার শুনে মহিলা বেরিয়ে এসে দেখেন শ্রমিকেরা তাঁর মেয়ের সঙ্গে দুষ্কর্ম করছেন। তিনি বাঁচাতে গেলে তরুণীকে জলের ট্যাঙ্কের মধ্যে ছুড়ে ফেলে দিয়ে পালান শ্রমিকেরা।

মহিলার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। তাঁরা গিয়ে দেখেন তরুণী জলভর্তি ট্যাঙ্কের ভিতরে পড়ে রয়েছেন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। বিকানেরের ডেপুটি পুলিশ সুপার নিকেত পারেখ জানিয়েছেন, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement