প্রাক্তন কবাডি খেলোয়াড় গগনদীপ সিংহ। ছবি: সংগৃহীত।
প্রাক্তন কবাডি খেলোয়াড় গগনদীপ সিংহ ওরফে গগনাকে খুনের পর তাঁর বাড়িতে এসে দুষ্কৃতীরা জানিয়ে দিয়ে গেল, ‘‘তোদের ছেলেকে খুন করেছি। যা, গিয়ে তুলে নিয়ে আয়।’’ সোমবার পঞ্জাবের লুধিয়ানায় ওই কবাডি খেলোয়াড়কে খুনের পর দুষ্কৃতীরা তাঁর বাড়িতে আসে। বাড়ির সমনে তখন দাঁড়িয়ে ছিলেন পরিবারের কয়েক জন সদস্য এবং গগনদীপের বাবা। দুষ্কৃতীরা বাইকে করে আসে, তার পর খুনের কথা জানিয়েই চম্পট দেয়। এই খুনের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে লুধিয়ানায়।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি মানুকে গ্রামের। একম নামে এক বন্ধুর সঙ্গে দানা মন্ডীতে গিয়েছিলেন গগনদীপ। সেই সময় বাইকে করে হামলাকারীরা আসে। গগনদীপকে লক্ষ্য করে গুলি চালায়। তার পর তাঁর দেহ সামনেরই একটি মাঠে ফেলে দিয়ে যায় তারা। লুধিয়ানার পুলিশ সুপার (গ্রামীণ) অঙ্কুর গুপ্ত জানিয়েছেন, গগনদীপের তিনটি গুলি লাগে। তাঁর বাবা গুরদীপ সিংহ বাগ্গা এক সংবাদসংস্থাকে বলেন, ‘‘দুষ্কৃতীরা বাড়িতে এসে জানিয়ে যায় ওরা গগনাকে গুলি করে মেরেছে। এ রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই।’’ গুরদীপ আরও জানিয়েছেন, বন্ধু একমের সঙ্গে কয়েক জনের গন্ডগোল হয়েছিল। সেই ঘটনায় একমের পাশেই দাঁড়িয়েছিলেন গগনদীপ। একমকে কেন সমর্থন করলেন, সেই রোষেই তাঁর উপর হামলা চালানো হয়েছে।
গগনদীপের স্ত্রী নভপ্রীত কউর জানিয়েছেন, তাঁর স্বামী এবং একম একসঙ্গে কবাডি খেলতেন। হামলাকারীরা ওঁদের প্রতিপক্ষ দলে রয়েছেন। গত ৩১ ডিসেম্বর এক অভিযুক্ত একমকে তরোয়াল নিয়ে আক্রমণ করেন। সেই দিন একম কোনও রকমে বেঁচে ফেরেছিলেন। তাঁর স্বামী এই ঘটনার প্রতিবাদ করেছিলেন। তার জন্যই তাঁকে খুন করা হয়েছে বলে দাবি নভপ্রীতের।
লুধিয়ানা পুলিশ জানিয়েছে, গুরসেবক-সহ সাত জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তাঁদের মধ্যে এক জনকে গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার। বাকি ছ’জনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।