Body Recovered

খেলতে গিয়ে নিখোঁজ, ক্ষেত থেকে উদ্ধার বালিকার দেহ, পরিবারের অভিযোগ ধর্ষণের পর খুন

সিনিয়র পুলিশ সুপার রাজেশকুমার সিংহ জানিয়েছেন, প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে, মেয়েটিকে গলা টিপে খুন করা হয়েছে। পরিবারের দাবি, ধর্ষণ করা হয়েছে তাঁকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:১৪
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

এক দিন ধরে নিখোঁজ ছিল সাত বছরের মেয়ে। রবিবার সকালে সর্ষের ক্ষেত থেকে তার দেহ উদ্ধার করল পুলিশ। পরিবারের অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে তাকে। উত্তরপ্রদেশের ঘটনা।

Advertisement

সিনিয়র পুলিশ সুপার রাজেশকুমার সিংহ জানিয়েছেন, প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে, মেয়েটিকে গলা টিপে খুন করা হয়েছে। যদিও পরিবারের দাবি, ধর্ষণ করা হয়েছে তাঁকে। এসপি জানিয়েছেন, শনিবার দুপুর ১২টায় বন্ধুদের সঙ্গে খেলতে বেরিয়েছিল মেয়েটি। তার পর আর বাড়ি ফেরেনি। খোঁজাখুঁজি শুরু করে পরিবার। রাত সাড়ে ৮টা নাগাদ কোতওয়ালি দেহাত থানায় অভিযোগ করেন পরিবারের সদস্যেরা। এর পর মেয়েটির খোঁজ শুরু করে পুলিশ।

গ্রামের কাছেই একটি সর্ষের ক্ষেতে বেশ কিছু কুকুরকে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ। সেই দেখে সন্দেহ হয়। ওই ক্ষেতে তল্লাশি চালিয়ে মেয়েটির দেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement