Hyderabad Student Death

লাগাতার হেনস্থা, প্রেম করার জন্য চাপ সৃষ্টি, কলেজের ভলিবল কোচের বিরুদ্ধে অভিযোগ তুলে আত্মঘাতী ছাত্রী

পুলিশ জানিয়েছে, হায়দরাবাদের রেলওয়ে ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন ওই তরুণী। পরিবারের অভিযোগ, তাদের কন্যাকে প্রায়শই হেনস্থা করতেন ওই কোচ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৫ ১৭:২৯
Share:

প্রতীকী ছবি।

তাঁকে লাগাতার হেনস্থা করছিলেন কলেজের ভলিবল কোচ। তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার জন্য ক্রমাগত চাপ দিচ্ছিলেন। কোচের বিরুদ্ধে এই অভিযোগ তুলে আত্মঘাতী হলেন হায়দরাবাদের এক তরুণী।

Advertisement

পুলিশ জানিয়েছে, হায়দরাবাদের রেলওয়ে ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন ওই তরুণী। পরিবারের অভিযোগ, তাদের কন্যাকে প্রায়শই হেনস্থা করতেন ওই কোচ। যদিও কন্যার কাছ থেকে বিষয়টি তারা জানতে পারেনি। কিন্তু তাঁর সহপাঠীদের কাছ থেকে বিষয়টি পরে জানতে পেরেছিলেন। কোচের বিরুদ্ধে হেনস্থা এবং আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করেছে পরিবার।

পুলিশ জানিয়েছে, তরুণীর দেহ যে ঘর থেকে উদ্ধার হয়েছে, সেখানে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। তদন্তকারী এক আধিকারিক বলেন, ‘‘তরুণী তাঁর পরিবারকে এ বিষয়ে কোনও কিছু জানাননি। তাঁর সহপাঠীরাই ওই তরুণীর বাড়িতে হেনস্থার ঘটনা জানান।’’ অভিযুক্ত কোচকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে।

Advertisement

তদন্তকারীরা আরও জানিয়েছেন, কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হচ্ছে। আত্মঘাতী তরুণীর বন্ধু এবং সহপাঠীদের সঙ্গেও কথা বলা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement