Body Recovered

পটনা বিমানবন্দরের নির্মীয়মাণ টার্মিনালের পাইপ থেকে উদ্ধার মহিলার দেহ

পুলিশ আধিকারিক অনু কুমারী জানিয়েছেন, শনিবার রাতে বিমানবন্দরের নিকাশি ব্যবস্থা পরখ করে দেখছিলেন কর্মীরা। তখনই পাইপের মধ্যে দেহটি দেখতে পান তাঁরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মে ২০২৫ ১৭:৩১
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

পটনা বিমানবন্দরে নতুন একটি টার্মিনাল নির্মিত হচ্ছে। সেখানেই একটি পাইপ থেকে উদ্ধার হল এক মহিলার পচাগলা দেহ। ওই পাইপটি বৃষ্টির জল বার হওয়ার জন্য বসানো হয়েছিল। সেখান থেকে শনিবার রাতে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার বয়স ৩৫ থেকে ৪০ বছর। তাঁর পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ আধিকারিক অনু কুমারী জানিয়েছেন, শনিবার রাতে বিমানবন্দরের নিকাশি ব্যবস্থা পরখ করে দেখছিলেন কর্মীরা। তখনই পাইপের মধ্যে দেহটি দেখতে পান তাঁরা। এর পরেই বিমানবন্দর কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। বিমানবন্দর থানার পুলিশ এসে পাইপ কেটে দেহটি উদ্ধার করে।

পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। নির্মাণকর্মীদের জেরা শুরু করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement