Delhi High Court

‘বোমা মেরে উড়িয়ে দেব, রাজধানীর সবচেয়ে বড় বিস্ফোরণ হবে এটাই’! দিল্লি হাই কোর্টে হুমকি ইমেল

পুলিশ সূত্রে খবর, আদালতের রেজিস্ট্রার জেনারেলের কাছে এই হুমকি মেল আসে বুধবার গভীর রাতে। সেই ইমেলে জানানো হয়, ১৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার দিল্লি হাই কোর্টে বড় বিস্ফোরণ ঘটানো হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৫৬
Share:

দিল্লি হাই কোর্ট। ফাইল চিত্র।

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। আর এটাই হবে রাজধানীর সবচেয়ে বড় বিস্ফোরণ! বৃহস্পতিবার সকালে দিল্লি হাই কোর্টে এমনই একটি হুমকি মেলকে ঘিরে বোমাতঙ্ক ছড়ায়। হুলস্থুল পড়ে যায় গোটা আদালত চত্বরে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, আদালতের রেজিস্ট্রার জেনারেলের কাছে এই হুমকি মেল আসে বুধবার গভীর রাতে। সেই ই-মেলে জানানো হয়, ১৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার দিল্লি হাই কোর্টে বড় বিস্ফোরণ ঘটানো হবে। উড়িয়ে দেওয়া হবে আদালত। আর এটাই হবে রাজধানীর সবচেয়ে বড় বিস্ফোরণের ঘটনা।

ওই ইমেলে আরও বলা হয়েছে, ‘পারলে আদালতের নিরাপত্তা যত খুশি বৃদ্ধি করুন, মন্ত্রীদের ডেকে নিয়ে আসুন। সকলকে উড়িয়ে দেব।’ এই মেল পাওয়ার পরই বৃহস্পতিবার সকাল থেকে আদালতের নিরাপত্তা আঁটসাঁট করা হয়। দিল্লি পুলিশ কমিশনার সঞ্জয় অরোরাকে গোটা ঘটনা জানিয়ে নিরাপত্তা বৃদ্ধির আর্জি জানানো হয়।

Advertisement

হাই কোর্টে বোমাতঙ্কের খবর পেয়েই ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী যায়। বম্ব স্কোয়াডও পৌঁছয়। পুরো আদালত চত্বরে তন্ন তন্ন করে তল্লাশি চালানো হয়। পুলিশ সূত্রে খবর, কোথা থেকে এই হুমকি পাঠানো হয়েছে তা খতিয়ে দেখছেন সাইবার বিশেষজ্ঞেরা। অভিযুক্তকে দ্রুত চিহ্নিত করে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন এক তদন্তকারী আধিকারিক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement