Golden Temple Bomb Threat

পঞ্জাবের স্বর্ণমন্দির বোমায় উড়িয়ে দেওয়ার হুমকি! ফরিদাবাদ থেকে গ্রেফতার সফ্‌টঅয়্যার ইঞ্জিনিয়ার

পুলিশ সূত্রে খবর, গত কয়েক দিন ধরেই হুমকি দিয়ে পর পর কয়েকটি ইমেল পাঠানো হয় স্বর্ণমন্দির কর্তৃপক্ষকে। হুমকি দেওয়া হয়, বোমায় উড়িয়ে দেওয়া হবে স্বর্ণমন্দির।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৫ ১৮:০৯
Share:

স্বর্ণমন্দির। ফাইল চিত্র।

পঞ্জাবের স্বর্ণমন্দির বোমায় ওড়ানোর হুমকি দেওয়ায় গ্রেফতার করা হল এক সফ্‌টঅয়্যার ইঞ্জিনিয়ারকে। শুক্রবার তাঁকে ফরিদাবাদ থেকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম শুভম দুবে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, গত কয়েক দিন ধরেই হুমকি দিয়ে পর পর কয়েকটি ইমেল পাঠানো হয় স্বর্ণমন্দির কর্তৃপক্ষকে। হুমকি দেওয়া হয় বোমায় উড়িয়ে দেওয়া হবে স্বর্ণমন্দির। সেই হুমকিবার্তা পাওয়ার পর স্বর্ণন্দিরের নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়। অমৃতসরের পুলিশ কমিশনার গুরপ্রীত সিংহ ভুল্লার জানিয়েছেন, হুমকিবার্তা কোথা থেকে আসছে, তার হদিস পেতে পুলিশের সাইবার বিশেষজ্ঞ এবং গোয়েন্দারা তদন্তে নামেন।

বেশ কয়েক দিন ধরেই হুমকিবার্তা প্রেরকের খোঁজ চলছিল। অবশেষে শুক্রবার অভিযুক্তের খোঁজ পায় পুলিশ। তার পরই ফরিদাবাদ থেকে গ্রেফতার করা হয় পেশায় সফ্‌টঅয়্যার ইঞ্জিনিয়ার শুভমকে। তাঁর কাছ থেকে নানা রকম ইলেকট্রনিক গ্যাজেট উদ্ধার হয়েছে। শুভমের ল্যাপটপ, ফোন ফরেন্সিক পরীক্ষার জন্য বাজেয়াপ্ত করা হয়েছে। শুধু স্বর্ণমন্দিরেই নয়, অমৃতসরের সাংসদ গুরজিত সিংহ এবং মুখ্যমন্ত্রীর দফতরেও হুমকিবার্তা পাঠানো হয় বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, ১৪ এবং ১৫ জুলাইয়ের মধ্যে মোট পাঁচটি হুমকি মেল পাঠানো হয়। ১৬ জুলাই স্বর্ণমন্দিরকে বোমায় ওড়ানোর হুমকি দিয়ে তিনটি মেল পাঠানো হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement