গুলিতে হত বালক

ডিমা হাসাও জেলার উদ্যোগনগরী উমরাংশুতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল আট বছরের একটি ছেলের। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ১০ বছরের এক বালক। গত কাল সন্ধেয় ঘটনাটি ঘটে উমরাংশু থানা থেকে ৩৭ কিলোমিটার দূরে অসম কয়লা কোয়ারি বাজারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৫ ০৩:০১
Share:

ডিমা হাসাও জেলার উদ্যোগনগরী উমরাংশুতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল আট বছরের একটি ছেলের। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ১০ বছরের এক বালক। গত কাল সন্ধেয় ঘটনাটি ঘটে উমরাংশু থানা থেকে ৩৭ কিলোমিটার দূরে অসম কয়লা কোয়ারি বাজারে।

Advertisement

পুলিশ জানিয়েছে, ওই বাজারে একটি ভিডিও হল রয়েছে। সেখানে সিনেমা দেখছিল মারুফ আহমেদ, বিসেন তামাং। তখনই ২-৩ জন দুষ্কৃতী সেখানে ঢুকে গুলি চালায়। সেটি বিসেন তামাংয়ের গাল ফুঁড়ে মারুফের মাথায় লাগে। ঘটনাস্থলেই মারুফের মৃত্যু হয়। আহত বিসেনকে জোয়াই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মারুফের দেহ উমরাংশু থানায় নিয়ে আসে। দুষ্কৃতীদের খোঁজ চলছে।

এ ঘটনায় কারা জড়িত তা পুলিশ এখনও জানতে পারেনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement