BrahMos Missile

লখনউয়ে তৈরি হবে ‘ব্রহ্মস’! বছরে ৮০ থেকে ১০০টি ক্ষেপণাস্ত্র তৈরি হবে নতুন এই সামরিক অস্ত্র কারখানায়

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরের এক আধিকারিক জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র তৈরির নতুন এই কারখানা অনেক সম্ভাবনার দিক খুলে দেবে। ‘ব্রহ্মস’ ক্ষেপণাস্ত্র তৈরির জন্য বরাদ্দ করা হয়েছে ৮০ হেক্টর জমি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মে ২০২৫ ১৭:৪০
Share:

ব্রহ্মস ক্ষেপণাস্ত্র। ফাইল চিত্র।

সেনাকে আরও শক্তিশালী করতে এ বার উত্তরপ্রদেশের লখনউয়েও ‘ব্রহ্মস’ ক্ষেপণাস্ত্র তৈরির নতুন কারখানা খোলা হচ্ছে। আগামী ১১ মে এই কারখানাটির উদ্বোধন করার কথা রয়েছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের। সূত্রের খবর, বছরে ৮০ থেকে ১০০টি ক্ষেপণাস্ত্র তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে লখনউয়ের এই সামরিক অস্ত্র তৈরির কারখানায়। ২০২১ সালে নতুন এই কারখানাটির শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরের এক আধিকারিক জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র তৈরির নতুন এই কারখানা অনেক সম্ভাবনার দিক খুলে দেবে। ‘ব্রহ্মস’ ক্ষেপণাস্ত্র তৈরির জন্য বরাদ্দ করা হয়েছে ৮০ হেক্টর জমি। এই জমিতে ক্ষেপণাস্ত্র তৈরির যে কারখানা গড়ে তোলা হয়েছে সেটিরই উদ্বোধন করবেন প্রতিরক্ষামন্ত্রী। ‘ব্রহ্মস’ তৈরির এই কারখানা ‘ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল করিডর’-এর অন্তর্ভুক্ত।

‘ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল করিডর’-কে ছ’টি ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে একটি লখনউয়ে, একটি কানপুরে, আলিগড়ে একটি। এ ছাড়াও আগরা, ঝাঁসী এবং চিত্রকূটেও রয়েছে। এই প্রকল্পের জন্য আলিগড়ে জমি বরাদ্দ করার কাজ শুরু করেছে যোগী আদিত্যনাথের সরকার। আগরায় কিছুটা জমিজট রয়েছে। তবে সেই জমিজট দ্রুত মিটে যাবে বলে প্রশাসন সূত্রে দাবি করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement