১১ দিনে দশ জঙ্গি খতম করে হার মানলেন মোহন

মাত্র এগারো দিনে নিকেশ করেছিলেন দশ জঙ্গিকে। তাঁর প্রচেষ্টাতেই ধরা পড়ে আরও এক কট্টর জঙ্গি। সেই জঙ্গি নিধন অভিযানে গিয়েই প্রাণ হারালেন ভারতীয় সেনাবাহিনীর স্পেশ্যাল ফোর্সের কম্যান্ডো ল্যান্স নায়েক মোহন নাথ গোস্বামী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৫ ১৭:১৫
Share:

ল্যান্স নায়েক মোহন নাথ গোস্বামী

মাত্র এগারো দিনে নিকেশ করেছিলেন দশ জঙ্গিকে। তাঁর প্রচেষ্টাতেই ধরা পড়ে আরও এক কট্টর জঙ্গি। সেই জঙ্গি নিধন অভিযানে গিয়েই প্রাণ হারালেন ভারতীয় সেনাবাহিনীর স্পেশ্যাল ফোর্সের কম্যান্ডো ল্যান্স নায়েক মোহন নাথ গোস্বামী।
সেনা সূত্রে খবর, বৃহস্পতিবার কাশ্মীরের কুপওয়ারায় অভিযান চালায় সেনাবাহিনী। কুপওয়ারার হান্ডওয়ারা এলাকার হালফ্রুদা জঙ্গলে লুকিয়ে ছিল সশস্ত্র জঙ্গিরা। শুরু হয় সেনা এবং জঙ্গিদের মধ্যে সংঘর্ষ। অনেক ক্ষণ ধরে দু’পক্ষের মধ্যে চলে প্রবল গুলিবর্ষণ। গুলি লাগে ল্যান্স নায়েক মোহন নাথের। তবে হার মানেননি তিনি। মৃত্যুর কোলে ঢলে পরার আগে অদম্য জেদে খতম করেন চার কট্টর জঙ্গিকে। শনিবারই তাঁর দেহ উত্তরপ্রদেশের বরেলিতে নিয়ে যাওয়া হয়। সেখানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয় তাঁর শেষকৃত্য।

Advertisement

সেনার মুখপাত্র কর্নেল এস ডি গোস্বামী জানিয়েছেন, গত এগারো দিনের মধ্যে গোপন সূত্রে খবর পেয়ে জঙ্গিদের বিরুদ্ধে তিনটি অভিযান চালায় সেনা। কাশ্মীরের বিভিন্ন এলাকায় চালানো হয় এই জঙ্গি নিধন অভিযান। প্রথম অভিযান চালানো হয় গত ২৩ অগস্ট। হান্ডওয়ারার খুরমুরে হয় অভিযান। তিন কট্টর লস্কর জঙ্গিকে খতম করে সেনা। হত তিন জঙ্গিই পাকিস্তানের নাগরিক বলে জানা যায়। সেই অভিযানে অংশ নেন ২০০২ সালে সেনাবাহিনীতে যোগ দেওয়া মোহন নাথ।
দ্বিতীয় অভিযানেও সক্রিয় ভাবে অংশ নেন তিনি। গত ২৬-২৭ অগস্ট কাশ্মীরের রাফিয়াবাদে হয় অভিযান। সেনা এবং জঙ্গিদের মধ্যে হয় প্রবল সংঘর্ষ। সংঘর্ষে সেনার গুলিতে মৃত্যু হয় তিন লস্কর জঙ্গির। জীবিত ধরা পড়ে সাজ্জাদ আহমেদ ওরফে আবু উবাইদুল্লাহ নামে আরও এক লস্কর জঙ্গি।
তৃতীয় অভিযান হয় গত বৃহস্পতিবার ১ সেপ্টেম্বর। সেই অভিযানের শেষেই মৃত্যুর কাছে হার মানেন অনেক জঙ্গি নিধন অভিযানের নায়ক মোহন নাথ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন