কুকুরের তাড়ায় জঙ্গলে চিতাবাঘ

মুম্বইয়ের গোরেগাঁওয়ের আবাসিক এলাকায় ঢুকে পড়েছিল একটি চিতাবাঘ। রাস্তার কুকুরের তাড়া খেয়ে তাকে ফিরতে হল নিজের ঠিকানায়। মঙ্গলবার রাতের পুরো ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৭ ০৩:১২
Share:

মুম্বইয়ের গোরেগাঁওয়ের আবাসিক এলাকায় ঢুকে পড়েছিল একটি চিতাবাঘ। রাস্তার কুকুরের তাড়া খেয়ে তাকে ফিরতে হল নিজের ঠিকানায়। মঙ্গলবার রাতের পুরো ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।

Advertisement

পূর্ব গোরেগাঁওয়ের গিরিকুঞ্জ সোসাইটিতে ঢুকে পড়েছিল পাশের সঞ্জয় গাঁধী জাতীয় উদ্যানের একটি চিতাবাঘ। সম্প্রতি অনেক চিতাবাঘকেই ওই এলাকায় এদিক-ওদিক ঘুরতে দেখা গিয়েছে। তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই আবাসনে এই প্রথম পা রাখল চিতাবাঘ।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, প্রথমে একটি কুকুরের উপর ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘটি। তার পর তাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে পিছনের দিকে। কোনও রকমে চিতাবাঘের কবল থেকে বেরিয়ে আসে কুকুরটি। তার পরেই এলাকার অন্য কুকুরদের জড়ো করতে হাঁকডাক শুরু করে। কুকুরগুলি যখন একজোট হয়ে চিতাবাঘের পথ রুখে দাঁড়ায়, তখন পিছু হটে যায় সে।

Advertisement

গত কয়েক মাসে মুম্বইয়ের বিভিন্ন জনবহুল এলাকার কাছেপিঠে দেখা গিয়েছে চিতাবাঘ। বাধ্য হয়ে তাদের গতিবিধির উপর নজর রাখতে ক্যামেরা বসিয়েছেন বন দফতরের আধিকারিকরা।

বন দফতরের আধিকারিক সন্তোষ কাঙ্কের কথায়, ‘‘দুর্ঘটনা এড়াতে প্রতিদিন রাতে টহলদারির ব্যবস্থা করা হয়েছে। চিতাবাঘ যাতে আবাসিক এলাকায় না আসে, তার জন্য সমস্ত রকম পদক্ষেপ করা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন