Meerut Murder Case

নবদম্পতিকে নীল ড্রাম উপহার! বন্ধুদের রসিকতা উস্কে দিল মেরঠের সৌরভ হত্যাকাণ্ডকে

বিয়ের মঞ্চে বন্ধুদের এই ধরনের কৌতূক অনেকেই ভালভাবে নেননি। নেটাগরিকদের একাংশ, ক্ষোভ উগরে দিয়েছে। অনেকের মতেই, বিষয়টি ‘অসংবেদনশীল’।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৭:০৫
Share:

নবদম্পতিকে নীল ড্রাম উপহার দিলেন বন্ধুরা। ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

মেরঠের মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতের খুনের ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই চর্চায় নীল ড্রাম! অনেকের কাছেই এই নীল ড্রাম আতঙ্কের কারণ। সেই নীল ড্রামই নবদম্পতিকে উপহার দিয়ে চমকে দিলেন বন্ধুরাই!

Advertisement

সৌরভকে খুন করার অভিযোগে তাঁর স্ত্রী মুস্কান রস্তোগী এবং তাঁর প্রেমিক সাহিল শুক্ল এখন জেলবন্দি। অভিযোগ, স্বামীকে খুন করার পর দেহ টুকরো টুকরো করে কেটে নীল ড্রামে ভরে তার উপর সিমেন্ট দিয়ে আটকে লোপাট করার চেষ্টা করেছিলেন মুস্কান। কুকীর্তিতে সঙ্গ দেন সাহিল। গোটা ঘটনার আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে ওই নীল ড্রাম! তা নিয়ে মিম বা রিলও কম হয়নি। তবে বিয়ের উপহার হিসাবে যে নীল ড্রাম উপহার দেওয়া হবে, তা ভাবতে পারেননি কেউই।

সম্প্রতি একটি বিয়ের ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, বিয়ের মঞ্চে একসঙ্গে দাঁড়িয়ে নবদম্পতি। তখন তাঁদের বন্ধুরা হাতে একটি নীল ড্রাম নিয়ে উঠে আসেন মঞ্চে। নবদম্পতির হাতে সেই ড্রাম তুলে দেন তাঁরা। প্রথমে বিষয়টি বোধগম্য হয়নি নবদম্পতির। কিছুটা অবাক এবং দিশাহারাও হয়ে পড়েন। পরে কনে ড্রাম হাতে নিয়ে হাসতে শুরু করেন (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। তবে দাবি করা হচ্ছে, ভিডিয়োটি উত্তরপ্রদেশের হামিরপুরের!

Advertisement

বিয়ের মঞ্চে বন্ধুদের এই ধরনের কৌতূক অনেকেই ভাল ভাবে নেননি। নেটাগরিকদের একাংশ ক্ষোভ উগরে দিয়েছেন। অনেকের মতেই, বিষয়টি ‘অসংবেদনশীল’। কেউ কেউ বলছেন, ‘‘এই ধরনের হত্যা নিয়ে মজা করা ঠিক নয়।’’ কারও কথায়, ‘‘এরা কেমন বন্ধু? এই ধরনের রসিকতা থেকেই বোঝা যায়, মনুষ কতটা নীচে নেমে গিয়েছে!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement