টুকরো খবর

মার্কিন মুলুকে মোদীর বক্তৃতা কভার করতে গিয়ে প্রহৃত হলেন ভারতীয় সাংবাদিক রাজদীপ সরদেশাই। রবিবার নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনের ঘটনা। সাংবাদিক নিগ্রহের এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে উগ্র মোদী সমর্থকদের একাংশের বিরুদ্ধে। মনে করা হচ্ছে, সাম্প্রতিক অতীতে মোদীর সমালোচনা করারই খেসারত দিতে হল রাজদীপকে। এ দিন ১৮ হাজার শ্রোতার সামনে বক্তৃতা দেন মোদী। অনুষ্ঠান শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগেই ঘটনাটি ঘটে। নিগ্রহের সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে।

Advertisement
শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৩:২৭
Share:

প্রহৃত রাজদীপ

Advertisement

সংবাদ সংস্থা • নিউ ইয়র্ক

মার্কিন মুলুকে মোদীর বক্তৃতা কভার করতে গিয়ে প্রহৃত হলেন ভারতীয় সাংবাদিক রাজদীপ সরদেশাই। রবিবার নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনের ঘটনা। সাংবাদিক নিগ্রহের এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে উগ্র মোদী সমর্থকদের একাংশের বিরুদ্ধে। মনে করা হচ্ছে, সাম্প্রতিক অতীতে মোদীর সমালোচনা করারই খেসারত দিতে হল রাজদীপকে। এ দিন ১৮ হাজার শ্রোতার সামনে বক্তৃতা দেন মোদী। অনুষ্ঠান শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগেই ঘটনাটি ঘটে। নিগ্রহের সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে। শুরু হয় বিতর্ক। শোরগোল পড়ে টুইটারেও। ঘটনা প্রসঙ্গে রাজদীপ নিজে প্রাথমিক প্রতিক্রিয়ায় টুইট করে জানান, “ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে দারুণ লোক হয়েছে। তবে কিছু মূর্খও আছে, যারা ভাবে হামলা করেই শুধু বীরত্ব ফলানো যায়। ওই মুর্খদের যে ক্যামেরাবন্দি করা গিয়েছে, সেটাই সবচেয়ে আনন্দের।” ঘটনার তীব্র নিন্দা করে প্রতিক্রিয়া জানান কংগ্রেস নেতা অজয় মাকেন। নিগৃহীত সাংবাদিকের সমর্থনে মন্তব্য করেন আম আদমি পার্টির মুখপাত্র আশুতোষও। বলেন, “গুটিকয় ফ্যাসিস্ত গুন্ডা ছাড়া গোটা দেশ রাজদীপের পক্ষেই আছে।” বিশৃঙ্খলা তৈরি হওয়ার পরে আয়োজক সংস্থার তরফে বিজয় জলি এসে পরিস্থিতি সামাল দেন। উন্মত্ত জনতার হয়ে সরদেশাইয়ের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।

Advertisement

দাত্তু প্রধান বিচারপতি

সংবাদ সংস্থা • নয়াদিল্লি

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব নিলেন বিচারপতি এইচ এল দাত্তু। আগামী ১৪ মাস তিনি এই পদে থাকবেন। ২০১৫-র ২ ডিসেম্বর অবসর নেবেন তিনি। ৬৩ বছর বয়সি দাত্তু টুজি কেলেঙ্কারির তদন্ত নজরদারির দায়িত্বে থাকা বিচারপতিদের বেঞ্চে ছিলেন। তাঁর নেতৃত্বাধীন বেঞ্চেই সিবিআই প্রধান রঞ্জিত সিন্হার বাড়ির রেজিস্টার নিয়ে শুনানি হচ্ছে। রবিবার রাষ্ট্রপতি ভবনের দরবার হলে একটি ছোট অনুষ্ঠানে তিনি শপথ নেওয়ার পরে বলেন, “আমি এক জন সাধারণ মানুষের মতোই এই পদে বসব।” রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পাশাপাশি সেখানে ছিলেন উপ রাষ্ট্রপতি হামিদ আনসারি, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পি জে কুরিয়েন, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংহ, রবিশঙ্কর প্রসাদ, বেঙ্কাইয়া নায়ডু।

যাবেন সনিয়া

সংবাদ সংস্থা • নয়াদিল্লি

বন্যাবিধ্বস্ত জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার সেখানে যাচ্ছেন কংগ্রেস সভাপতি সনিয়া গাঁধী এবং রাহুল গাঁধী। দু’দিনের সফরে রাজ্যের ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলতে চান তাঁরা। জানতে চান কী পরিমাণ ক্ষতি হয়েছে বন্যায়। তাঁদের সঙ্গে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লারও দেখা হওয়ার কথা।

কেন্দ্রীয় সাহায্য চাইল মেঘালয়

নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি

বন্যাকবলিত এলাকায় ত্রাণ ও পুনর্বাসনের জন্য কেন্দ্রের কাছে ২ হাজার কোটি টাকা সাহায্য চাইল মেঘালয় সরকার। এ সংক্রান্ত একটি স্মারকলিপি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজিজুর হাতে তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা। উত্তর গারো পাহাড়ে বিপর্যস্ত যোগাযোগ পরিকাঠামো ফের গড়তে মুকুল সেনার সাহায্যও চেয়েছেন। আজ অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ বন্যা পরিস্থিতি দেখতে গোয়ালপাড়ায় যান। মেঘালয় প্রশাসন জানিয়েছে, বন্যায় রাজ্যে মৃতের সংখ্যা ৫৪। তুরা, আমপাতি, উইলিয়ামনগর, ডালুর জলমগ্ন এলাকা ছাড়া অন্য জায়াগায় ছ’দিন পরে বিদ্যুৎ সংযোগ ফিরেছে। পানীয় জল সরবরাহও শুরু হয়েছে। তবে, রাজ্যের প্রত্যন্ত কিছু এলাকা এখনও বিচ্ছিন্ন।

ধৃত জঙ্গির পরিচয়

নিজস্ব সংবাদদাতা • রাঁচি

দুমকায় ধৃত মাওবাদী নেতা প্রভীলদার পরিচয় জানাল ঝাড়খণ্ড পুলিশ। তদন্তকারীরা আজ জানান, ধৃত ওই জঙ্গি নেতার নাম সুখলাল মুর্মূ। তার বাড়ি গিরিডির পীরটাঁড়ে। ১৯৯৩ সালে মাওবাদী সংগঠনে যোগ দেন সুখলাল। তিনি সাঁওতাল পরগনা, গিরিডি, বিহারের জামুইয়ে সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতা ছিলেন। দলের স্পেশ্যাল কমিটির সদস্য সুখলাল একাধিক নাশকতার ঘটনায় অভিযুক্ত।

নিহত ৪ জঙ্গি

নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি

সেনা জওয়ানদের সঙ্গে সংঘর্ষে ৪ বড়ো জঙ্গির মৃত্যু হল। সেনা সূত্রের খবর, কোকরাঝাড় ও চিরাং জেলার জঙ্গলে বেশ কয়েক দিন ধরেই সংবিজিৎ বাহিনীর ঘাঁটির সন্ধানে অভিযান চলছে। আজ ভোরে কোকরাঝাড় পুলিশ ও সেনাদের সঙ্গে কোকরাঝাড়ের ময়নাগুড়ির জঙ্গলে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়ে যায় হয়। সেই গুলিযুদ্ধেই চার জঙ্গির মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি একে ৫৬ রাইফেল, তিনটি পিস্তল, গ্রেনেড।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement