ব্রডগেজে ইঞ্জিন পৌঁছল কুমারঘাটে

করিমগঞ্জ থেকে ব্রডগেজ লাইনে প্রথম রেল ইঞ্জিন গেল পড়শি ত্রিপুরার কুমারঘাটে। আজ সকাল ৯টা নাগাদ ইঞ্জিনটি করিমগঞ্জ স্টেশনে পৌঁছয়। সেটিকে স্বাগত জানাতে স্টেশনে ভিড় জমিয়েছিলেন বিজেপি নেতা-সমর্থকরা। শিলচর-গুয়াহাটি ব্রডগেজ লাইনে যাত্রিবাহী ট্রেনের উদ্বোধনের দিনের মতোই পরিস্থিতি তৈরি হয় আজও। কুমারঘাট-গামী ইঞ্জিনটির চারপাশে লাগিয়ে দেওয়া হয় বিজেপির পতাকা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৫ ০৩:৩৯
Share:

করিমগঞ্জ থেকে ছাড়ল ইঞ্জিন। ছবি: শীর্ষেন্দু সী।

করিমগঞ্জ থেকে ব্রডগেজ লাইনে প্রথম রেল ইঞ্জিন গেল পড়শি ত্রিপুরার কুমারঘাটে।

Advertisement

আজ সকাল ৯টা নাগাদ ইঞ্জিনটি করিমগঞ্জ স্টেশনে পৌঁছয়। সেটিকে স্বাগত জানাতে স্টেশনে ভিড় জমিয়েছিলেন বিজেপি নেতা-সমর্থকরা। শিলচর-গুয়াহাটি ব্রডগেজ লাইনে যাত্রিবাহী ট্রেনের উদ্বোধনের দিনের মতোই পরিস্থিতি তৈরি হয় আজও। কুমারঘাট-গামী ইঞ্জিনটির চারপাশে লাগিয়ে দেওয়া হয় বিজেপির পতাকা।

বিরোধী শিবিরের বক্তব্য— অসমে আসন্ন বিধানসভা নির্বাচনে শিলচর-গুয়াহাটি ব্রডগেজ লাইনে যাত্রিবাহী ট্রেন চালুর বিষয় নিয়ে জোরদার প্রচার চালাবে বিজেপি। কেন্দ্রের বিজেপি সরকারই এ সব কাজ করেছে বলে দাবি জানাবেন গেরুয়া দলের নেতারা।

Advertisement


ত্রিপুরার কুমারঘাটে ব্রডগেজ লাইনে ইঞ্জিন দেখতে ভিড়। —নিজস্ব চিত্র।

বিজেপির বারবার অভিযোগ তুলেছে, অসমে তরুণ গগৈ এবং কেন্দ্রে পূর্বতন ইউপিএ সরকারের বরাক-বিরোধী মনোভাবের জন্যই ব্রডগেজে ট্রেন পরিষেবা শুরু করতে ১৭ বছর সময় লেগেছে।

উল্লেখ্য, বরাকে যাত্রিবাহী ট্রেন চালুর দিন সাধারণ মানুষের মধ্যে বাঁধভাঙা উচ্ছ্বাস ছিল। এ দিন করিমগঞ্জে ব্রডগেজ ইঞ্জিন পৌঁছয় সকাল ৯টায়। স্টেশনে হাজির ছিলেন বিজেপির নেতা-কর্মীরা। ইঞ্জিনে দলীয় পতাকা লাগানোর জন্য হুড়োহুড়ি পড়ে যায়। তবে এ দিন বিজেপি ছাড়া অন্য কোনও দলের প্রতিনিধিকে সেখানে দেখা যায়নি। করিমগঞ্জে আধঘণ্টা থাকার পর ইঞ্জিনটি কুমারঘাট রওনা দেয়। বিজেপির প্রাক্তন বিধায়ক মিশনরঞ্জন দাস এ দিন দাবি করেছেন— বিজেপির উদ্যোগেই বরাকে ব্রডগেজে যাত্রিবাহী ট্রেন পরিষেবা শুরু হয়েছে। তিনি বলেন, ‘‘নরেন্দ্র মোদীর সরকার দ্রুতগতিতে ব্রডগেজের কাজ শেষ করেছে। করিমগঞ্জ-ত্রিপুরা রুটে মার্চ মাসের মধ্যে ট্রেন চলবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement