অনামিকা ও ঈশান ছবি: দেবর্ষি সরকার।
কোনও ফ্যাশন শো মানে শুধুই পোশাকের প্রদর্শনী নয়, মঞ্চ-আবহ সব মিলিয়ে একটা পরিবেশ তৈরি করা। ব্লেন্ডার্স প্রাইড ফ্যাশন টুর ২০২৫-এ তেমনই একটা পরিবেশ প্রত্যক্ষ করল কলকাতা। এ বারের ডিজ়াইনার ছিলেন অনামিকা খন্না। শিল্পী তাঁর ব্র্যান্ড ‘একে ওকে’র সাম্প্রতিকতম কালেকশন তুলে ধরলেন। শো আয়োজিত হয়েছিল গঙ্গার বুকে একটি বজরায়। হাওড়া ব্রিজকে সাক্ষী রেখে আলো-শব্দের খেলায় নিজের কৃষ্টি তুলে ধরলেন অনামিকা। তাঁর শোস্টপার ছিলেন অভিনেতা ঈশান খট্টর।
কলকাতার সঙ্গে অনামিকার সম্পর্ক গভীর। এই শহর থেকেই তাঁর শিল্পযাত্রা শুরু। বলছিলেন, এখানে ফ্যাশন শো করতে আসা তাঁর কাছে কতটা নস্ট্যালজিক। নিজের কাজ প্রসঙ্গে অনামিকা বললেন, “ভারতীয় শিল্পকে নানা আঙ্গিকে তুলে ধরা এবং আধুনিক সময়ের উপযুক্ত করে তোলাই আমার উদ্দেশ্য।” ঈশানেরও কলকাতাকে নিয়ে আবেগ রয়েছে। তাঁর প্রথম ছবি ‘ধড়ক’-এর শুটিং করেছিলেন এ শহরে। তখন ছিলেনও বেশ কয়েকটা দিন। “এর আগেও কাজের সূত্রে কলকাতায় এসেছি। এ বারও দারুণ লাগছে। গঙ্গার উপরে চার দিক খোলা, এই আবহে শোয়ের মজাটাই আলাদা,” বললেন ঈশান।
অনামিকা ‘একে ওকে’ লঞ্চ করেছিলেন ২০১৯-এ। গোড়া থেকেই জনপ্রিয়তা পেয়েছে তাঁর ব্র্যান্ড। কলকাতায় যে কালেকশনটি তুলে ধরলেন শিল্পী, সেটি নিয়ে তিনি সম্প্রতি লন্ডন ফ্যাশন উইকে গিয়েছিলেন। সেখানেও প্রশংসিত হয়েছে তাঁর সম্ভার। পোশাকে ডেনিম, সাটিন, সিল্ক-এর মতো ফ্যাব্রিক ব্যবহার করেছেন অনামিকা। তাঁর এই সম্ভারের বৈশিষ্ট্য হল মিররওয়ার্ক এবং মেটালের ব্যবহার। ওয়েস্ট মেটাল দিয়েই ব্রালেট থেকে আর্মার বানিয়েছেন শিল্পী। ধোতি প্যান্টস, ওভারসাইজ়ড শার্ট-প্যান্টস, জ্যাকেট দেখা গেল অনামিকার শোয়ে। তাঁর শো-স্টপার ঈশান খট্টর পরেছিলেন সাদা ঢোলা শার্ট এবং কালো প্যান্টস। ধাতব কোমরবন্ধনী এবং কাঁধ থেকে পা পর্যন্ত লম্বা মেটাল স্লিং ছিল সাজের অঙ্গ। টিউব টপ বা শর্ট ড্রেসের উপরে ধাতব ঝালরের পোশাক অনামিকার কালেকশনের বৈশিষ্ট্য।
‘একে ওকে’-র গোড়ার কথাই হল ‘ইট’স ওকে’, যেখানে ব্যক্তির স্বাধীনসত্তাকে উদ্যাপন করা হয়। নিখুঁত নয়, ত্রুটি-সহই নিজেকে মেলে ধরার কথা বলেন অনামিকা। তাঁর সেই দর্শনই ফুটে উঠল সে দিনের ফ্যাশনমঞ্চে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে