চিকিত্সার বদলে ওঝার ঝাড়ফুঁক, মারা গেল সাপে কাটা দুই ভাই

কিন্তু গ্রামের বাসিন্দাদের অন্ধবিশ্বাস ওঝার ঝাড়ফুঁকে ফের বেঁচে উঠবে দুই ভাই। তারা ওঝাকে দুই ভাইকে ফের বাঁচিয়ে তোলার জন্য বার বার অনুরোধ করতে থাকেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আর্যভট্ট খান শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৭ ২০:৩৬
Share:

সাহেবগঞ্জের পঞ্চগড় গ্রামে মঙ্গলবার রাতে বাবার সঙ্গে রাতে বাড়ির বরান্দায় শুয়েছিল দুই ভাই। সাত বছরের রোহিত ও ছ’মাসের বৈজু। দুই ভাইকেই বিষধর সাপে কামড়ায়। কেঁদে ওঠে তারা। কান্নার আওয়াজে জেগে ওঠেন তাদের বাবা মনোহর। মনোহর বুঝতে পারেন তাঁর দুই ছেলেকে বিষধর সাপে কামড়েছে। মনোহর দুই ছেলেকে হাসপাতালে না নিয়ে গিয়ে গ্রামের ওঝার কাছে যান। ওঝা ঝাড়ফুঁক শুরু করেন। সেই অবস্থায় নেতিয়ে পড়ে মারা যায় দুই ভাই।

Advertisement

আরও পড়ুন: ধর্ষণের চেষ্টা রুখে হামলাকারীর জিভ কামড়ে ছিঁড়ে নিলেন মহিলা

কিন্তু গ্রামের বাসিন্দাদের অন্ধবিশ্বাস ওঝার ঝাড়ফুঁকে ফের বেঁচে উঠবে দুই ভাই। তারা ওঝাকে দুই ভাইকে ফের বাঁচিয়ে তোলার জন্য বার বার অনুরোধ করতে থাকেন। ওঝাও ঝাড়ফুঁক ও তন্ত্রমন্ত্র পড়তে শুরু করে। গ্রামের মানুষরা ভাবেন এই হয়তো বেঁচে উঠবে দুই ভাই। শেষে পুলিশের হস্তক্ষেপে ঝাড়ফুঁক বন্ধ হয়।

Advertisement

প্রশ্ন, ঝাড়খণ্ডের গ্রামগুলো কবে এই ধরনের কুসংস্কার ও অন্ধবিশ্বাস থেকে মুক্ত হবে?

দেখুন ভিডিও

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন