ব্রাসেলসে আটকে পড়া যাত্রীদের নিয়ে দিল্লি পৌঁছল জেটের বিমান

জঙ্গি হামলার আতঙ্ক কাটিয়ে অবশেষে ২৪২ জন যাত্রী ও ২৮ জন ক্রু মেম্বারকে সঙ্গে নিয়ে ব্রাসেল থেকে দিল্লি পৌঁছল জেট এয়ারওয়েজের বিমান। চলতি সপ্তাহে মঙ্গলবার বেলজিয়ামের রাজধানীতে বিমানবন্দর ও মেট্রো স্টেশনে ভয়াবহ জঙ্গি হামলার পর সেখানে আটকে থাকা যাত্রীদের নিয়ে আজ ভোর সাড়ে ৫টা নাগাদ ইন্দিরা গাঁধী বিমান বন্দরে পৌঁছয় বিমানটি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৬ ১০:৫৫
Share:

ছবি সৌজন্য-টুইটার।

জঙ্গি হামলার আতঙ্ক কাটিয়ে অবশেষে ২৪২ জন যাত্রী ও ২৮ জন ক্রু মেম্বারকে সঙ্গে নিয়ে ব্রাসেল থেকে দিল্লি পৌঁছল জেট এয়ারওয়েজের বিমান। চলতি সপ্তাহে মঙ্গলবার বেলজিয়ামের রাজধানীতে বিমানবন্দর ও মেট্রো স্টেশনে ভয়াবহ জঙ্গি হামলার পর সেখানে আটকে থাকা যাত্রীদের নিয়ে আজ ভোর সাড়ে ৫টা নাগাদ ইন্দিরা গাঁধী বিমান বন্দরে পৌঁছয় বিমানটি।

Advertisement

ব্রাসেলস হামলার পরেই জেট এয়ারওয়েজ কর্তৃপক্ষ জানিয়েছিল, সেখানে আটকে পড়া যাত্রীদের দেশে ফিরিয়ে আনতে তারা তিনটি বিশেষ বিমানের ব্যবস্থা করেছে। একটি দিল্লি, একটি মুম্বই এব‌ং অপরটি টরেন্টোর জন্য। দিল্লির উদ্দশ্যে রওনা দেওয়া বিমানটি আমস্টারডম হয়ে ভারতে ফিরে এসেছে। যদিও মুম্বইয়ের ফ্লাইটটিতে কিছু সমস্যা হওয়ায় সেটিকে বাতিল করা হয়। ওই বিমানের নির্ধারিত যাত্রীদের দিল্লির বিমানটিতেই দেশে ফেরানো হয়েছে।

আরও পড়ুন-সে দিনের আতঙ্কের মুখ মুম্বইয়ের নিধি

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন