জঙ্গি শিবিরের তালিকা দেওয়া হল বিজিবিকে

বাংলাদেশে লুকিয়ে থাকা অসম ও মেঘালয়ের ৩০টির বেশি জঙ্গি শিবিরের তথ্য সে দেশের সীমান্ত রক্ষী বাহিনীর হাতে তুলে দিল বিএসএফ। গত চার দিন ধরে মেঘালয়ে বিএসএফ ও বিজিবির মধ্যে বৈঠক হয়েছে।

Advertisement
শেষ আপডেট: ১৩ জুন ২০১৫ ০৩:০৫
Share:

বাংলাদেশে লুকিয়ে থাকা অসম ও মেঘালয়ের ৩০টির বেশি জঙ্গি শিবিরের তথ্য সে দেশের সীমান্ত রক্ষী বাহিনীর হাতে তুলে দিল বিএসএফ। গত চার দিন ধরে মেঘালয়ে বিএসএফ ও বিজিবির মধ্যে বৈঠক হয়েছে। সেখানে সীমান্ত সমস্যা, সন্ত্রাস, জঙ্গি গতিবিধি, মাদক ও অস্ত্র পাচার নিয়ে আলোচনা হয়। বিজিবি কর্তা এডিজি (উত্তর-পূর্ব সীমান্ত) মহম্মদ লতিফুল হাইদরের হাতে সে দেশে থাকা ৩৯টি জঙ্গিঘাঁটির তালিকা তুলে দেন বিএসএফ আইজি সুদেশ কুমার। গত বছর দু’দেশের মধ্যে বার্ষিক বৈঠকে এই তালিকায় ৬৬টি ঘাঁটির তথ্য ছিল। বৈঠকে অনুপ্রবেশ প্রসঙ্গ ও সীমান্ত পেরিয়ে জাল নোট ভারতে পাঠানোর ঘটনা নিয়েও আলোচনা করা হয়।

Advertisement

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement