Mayawati

মায়াবতীর কণ্ঠে যোগী-স্তুতি! ‘দুমুখো’ বলে আক্রমণ অখিলেশকে, কেন আদিত্যনাথের প্রশংসা বিএসপি নেত্রীর?

বিএসপি দলের প্রতিষ্ঠাতা কাঁসিরামের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লখনউয়ে একটি সমাবেশের আয়োজন করেছিলেন মায়াবতী। সেখানেই তাঁর কণ্ঠে যোগী আদিত্যনাথের প্রশংসা শোনা যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৫ ১৮:০৯
Share:

(বাঁ দিক থেকে) বিএসপি নেত্রী মায়াবতী, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং এসপি প্রধান অখিলেশ যাদব। ফাইল চিত্র।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং উত্তরপ্রদেশ সরকারের প্রশংসা শোনা গেল বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতীর কণ্ঠে। পাশাপাশি, আক্রমণ করতে ছাড়লেন না সমাজবাদী পার্টির (এসপি) প্রধান অখিলেশ যাদবকে। তাঁকে ‘দুমুখো’ বলে কটাক্ষ করলেন বিএসপি নেত্রী।

Advertisement

বিএসপি দলের প্রতিষ্ঠাতা কাঁসিরামের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লখনউয়ে একটি সমাবেশের আয়োজন করেছিলেন মায়াবতী। সেখানেই তাঁর কণ্ঠে যোগী আদিত্যনাথের প্রশংসা শোনা যায়। মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা তিনি রক্ষা করেছেন। আর সে কারণেই যোগীর ভূয়সি প্রশংসা করলেন বিএসপি নেত্রী। তাঁর শাসনকালে যে সব পার্ক এবং স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছিল, সেগুলির যাতে ঠিকমতো রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হয়, সেই অনুরোধ জানিয়ে যোগীকে চিঠি দিয়েছিলেন মায়াবতী। তাঁর অনুরোধ মুখ্যমন্ত্রী রেখেছেন বলে বৃহস্পতিবার জনসভা থেকে জানালেন তিনি।

যোগীকে ধন্যবাদ জানিয়ে মায়াবতী বলেন, ‘‘মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানিয়েছিলাম যে, আমার শাসনকালে তৈরি পার্ক এবং স্মৃতিস্তম্ভের টিকিট বিক্রি করে যে টাকা আসবে সেগুলি যেন সেই সব পার্ক এবং স্মৃতিস্তম্ভগুলির মেরামতের কাজে লাগানো হয়। বিজেপি সরকার আশ্বাস দিয়েছিল ওই টাকা অন্যত্র কাজে লাগানো হবে না। এবং সেটাই তারা করেছে। আর তার জন্য আমার দল রাজ্য সরকারের কাছে কৃতজ্ঞ।’’

Advertisement

এর পরই এসপি প্রধান অখিলেশ যাদবকে আক্রমণ করেন মায়াবতী। তাঁর আমলে তৈরি পার্ক এবং দলিতদের স্মৃতিস্তম্ভগুলির কোনও খেয়াল রাখেনি সমাজবাদী পার্টির সরকার। বরং সেগুলিকে পড়ে থেকে নষ্ট হওয়ার ব্যবস্থা করে দিয়েছিল বলে অভিযোগ মায়াবতীর। তাঁর কথায়, ‘‘অখিলেশের সরকার এই স্মৃতিস্তম্ভ এবং পার্কগুলির জন্য এক টাকাও খরচ করেনি। টিকিট বিক্রি করে যে রাজস্ব এসেছে, সেগুলি নিজেদের কাছে রেখে দিয়েছে। ক্ষমতাচ্যুত হয়ে কাঁসিরামকে নিয়ে এখন নানা রকম অনুষ্ঠানের আয়োজন করার তাগিদ দেখাতে চাইছে ওরা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement