Pahalgam Terrorist Attack

জঙ্গিদের খোঁজে তল্লাশির সময় বৈসরনে পাইনের জঙ্গল থেকে গুলিনিরোধক জ্যাকেট পরা সন্দেহভাজন ধৃত, কী বলছে পুলিশ

পুলিশ সূত্রে খবর, ধৃত ওই ব্যক্তির নাম আহমেদ বিলাল। নিরাপত্তাবাহিনী তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু তাঁর কথার মধ্যে অসঙ্গতি ধরা পড়ে। স্পষ্ট কোনও জবাব দিচ্ছিলেন না বিলাল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মে ২০২৫ ১৩:৫৮
Share:

বৈসরনের জঙ্গল থেকে ধৃত ব্যক্তি। ছবি: সংগৃহীত।

পহেলগাঁওয়ে হামলার পর থেকেই জঙ্গিদের খোঁজে বৈসরন উপত্যকায় পাইনের জঙ্গল এবং পাহাড়ি এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা। সেই তল্লাশি অভিযানের সময় সোমবার বৈসরনের পাইনবনে এক ব্যক্তিকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখেন নিরাপত্তারক্ষীরা। শুধু তা-ই নয়, সন্দেহভাজন ওই ব্যক্তির পরনে ছিল গুলিনিরোধক (বুলেটপ্রুফ) জ্যাকেট।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ধৃত ওই ব্যক্তির নাম আহমেদ বিলাল। নিরাপত্তাবাহিনী তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু তাঁর কথার মধ্যে অসঙ্গতি ধরা পড়ে। স্পষ্ট কোনও জবাব দিচ্ছিলেন না বিলাল। কেন গুলিনিরোধক জ্যাকেট পরে রয়েছেন, কোথা থেকে এই জ্যাকেট পেয়েছেন, তার সদুত্তর দিতে পারেননি। তার পরই বিলালকে পুলিশের হাতে তুলে দেয় নিরাপত্তাবাহিনী। পুলিশ সূত্রে খবর, বিলালের মানসিক কোনও সমস্যা রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, বিলালকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে জেরা করা হচ্ছে। কেন তিনি বৈসরনের জঙ্গলে গিয়েছিলেন, কেন ওখানে ঘোরাঘুরি করছিলেন, তা জানার চেষ্টা চলছে। পাশাপাশি, ধৃতের কোনও মানসিক সমস্যা রয়েছে কি না, তা পরীক্ষা করে দেখা হবে। প্রসঙ্গত, গত ৩ মে সেনা এবং পুলিশের যৌথ তল্লাশি অভিযানে ইমতিয়াজ আহমেদ মাগরে নামে এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। কুলগামের তাঙ্গিমার্গের বাসিন্দা ধৃত ওই ব্যক্তি। সূত্রের খবর, ইমতিয়াজের বিরুদ্ধে পহেলগাঁওয়ে হামলায় জড়িত জঙ্গিদের সহযোগিতা করার অভিযোগ উঠেছে। জঙ্গিদের খাবার এবং প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করেছিল বলে দাবি তদন্তকারীদের। জঙ্গিরা কোথায় লুকিয়ে আছে সেই ঠিকানাও বাহিনীকে দেখানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। কিন্তু জঙ্গিদের ঠিকানা দেখানোর আগে বাহিনীর হাত থেকে পালানোর চেষ্টা করেন ইমতিয়াজ। নদী ঝাঁপ দেন। কিন্তু ডুবে মৃত্যু হয় তাঁর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement