National News

উত্তরাখণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রিবোঝাই বাস, মৃত ১৪

উত্তরাখণ্ডে উত্তরকাশী জেলায় খাদে বাস পড়ে মৃত্যু হল ১৪ জনের। আহত অন্ততপক্ষে ১৩ জন। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ ঘটনাটি ঘটে।

Advertisement

সংবাদ সংস্থা

উত্তরাখণ্ড শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৮ ২১:৫১
Share:

উদ্ধারকার্য চালাচ্ছেন এসডিআরএফ বাহিনী। ছবি সৌজন্যে এএনআই-এর টুইটার।

উত্তরাখণ্ডে উত্তরকাশী জেলায় খাদে বাস পড়ে মৃত্যু হল ১৪ জনের। আহত অন্ততপক্ষে ১৩ জন। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ ঘটনাটি ঘটে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, এ দিন যাত্রিবোঝাই বেসরকারি বাসটি জানকিছাত্তি থেকে বিকাশনগরের দিকে যাচ্ছিল। ডামটার কাছে যমুনাত্রী হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে ১৫০ মিটার গভীর একটি খাদে পড়ে যায় সেটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১২ জনের। আহতদের উদ্ধার করে হাসপাতালে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরও ২ জনের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। ঘটনার পর পরই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করে। ডাকা হয় এসডিআরএফ বাহিনীকেও। গুরুতর আহতদের হেলিকপ্টারে করে চিকিত্সার জন্য নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ দিন বাসটি হাইওয়ে দিয়ে প্রচন্ড গতিতে আসছিল। ডামটার কাছে হঠাত্ই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে গোত্তা খেয়ে পড়ে। উত্তরকাশীর জেলাশাসক আশিস চহ্বান জানিয়েছেন, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে বাসটির প্রচন্ড গতি থাকার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তার পরই সেটা ১৫০ মিটার গভীর খাদে গিয়ে পড়ে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। আর কোনও যাত্রী বাসে আটকে রয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিংহ রাওয়াত। আহতদের যত দ্রুত সম্ভব চিকিৎসা শুরু করতেও প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।

আরও পড়ুন: আজমল কাসভ উত্তরপ্রদেশের স্থায়ী বাসিন্দা হল! হ্যাঁ, সরকারি ভাবে...

আরও পড়ুন: রাস্তার নামে সামরিক প্রকল্প বানাচ্ছে চিন, বিক্ষোভ পাক অধিকৃত কাশ্মীরে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন