পুরো পরিবারকেই ধীরে ধীরে গ্রাস করেছিল হেরোইনের নেশা

তিনি হেরোইনের নেশা করতেন, কিন্তু সেই নেশাই যে তাঁর পুরো পরিবারকে ধীরে ধীরে গ্রাস করে নেবে ঘুণাক্ষরেও টের পাননি। পঞ্জাবের এক ব্যবসায়ী নেশা করার জন্য বাড়িতে হেরোইন এনে রাখতেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৬ ১৬:৩৭
Share:

তিনি হেরোইনের নেশা করতেন, কিন্তু সেই নেশাই যে তাঁর পুরো পরিবারকে ধীরে ধীরে গ্রাস করে নেবে ঘুণাক্ষরেও টের পাননি। পঞ্জাবের এক ব্যবসায়ী নেশা করার জন্য বাড়িতে হেরোইন এনে রাখতেন।ওই ব্যবসায়ীর অনুপস্থিততে সেই হেরোইন একটু একটু করে নিতে শুরু করেন তাঁর স্ত্রী, বোন এবং পরিবারের অন্যরা। কী এই জিনিস, একবার চেখে দেখলে হয় না! এ রকমই একটা কৌতুহলবশে সাদা পাউডারটার প্রেমে পড়ে গিয়েছিলেন ব্যবসায়ীর স্ত্রী ও বোন। সেই প্রেমের হাওয়া ছড়িয়েছিল পরিবারের অন্যদের মধ্যেও। ধীরে ধীরে তাঁরই আনা হেরোইনের নেশায় আসক্ত হয়ে পড়েছেন জানতেনই না ওই ব্যবসায়ী। যখন জানতে পারলেন, তাঁর অবস্থা হয়েছিল মাথায় বাজ পড়ার মতো! পরিবারের এই সর্বনাশ দেখে অবশেষে তিনি বলেন, “কখনওই ভাবতে পারিনি আমার এই অভ্যাস পুরো পরিবারকে শেষ করে দেবে। পরিবারের স্বার্থে এখন এই নেশা ছাড়তে চাই।”

Advertisement

রাজ্যের চিকিত্সকরা বলছেন, এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। ড্রাগের নেশা পঞ্জাবের সর্বত্র ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। এখন আবার পরিবারের এক জন সদস্য নয়, একাধিক সদস্য মাদকাসক্ত হয়ে পড়ছেন। এক জন মনস্তত্ত্ববিদ জানান, তাঁরা প্রায় ২ হাজার মাদকাসক্তের চিকিত্সা করেছেন। প্রতি একশোটি ঘটনার মধ্যে ৩০টি ঘটনায় দেখা গিয়েছে স্বামী-স্ত্রী একসঙ্গে চিকিত্সা করাতে আসছেন।

আরও পড়ুন...

Advertisement

আইআইটিতে চান্স পেয়েও নম্বরে অখুশি, ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী ছাত্রী

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন