আত্মহত্যার চেষ্টা কোর্টে

আদালতের ভিতরে নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করলেন ধর্ষণে অভিযুক্ত ব্যবসায়ী। শোণিতপুর জেলার ঘটনা। পুলিশ জানায়, গত কাল ঢেকিয়াজুলি শহরের বাসিন্দা চতুর্থ শ্রেণির ছাত্রী তার মায়ের কাছে অভিযোগ করে, পড়শি সুবল দে স্কুল থেকে ফেরার সময় তাকে ধর্ষণ করেছেন। খবর ছড়িয়ে পড়তেই উত্তেজিত বাসিন্দারা সুবলবাবুর বাড়ি চড়াও হন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুলাই ২০১৫ ০৩:০৯
Share:

আদালতের ভিতরে নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করলেন ধর্ষণে অভিযুক্ত ব্যবসায়ী। শোণিতপুর জেলার ঘটনা। পুলিশ জানায়, গত কাল ঢেকিয়াজুলি শহরের বাসিন্দা চতুর্থ শ্রেণির ছাত্রী তার মায়ের কাছে অভিযোগ করে, পড়শি সুবল দে স্কুল থেকে ফেরার সময় তাকে ধর্ষণ করেছেন। খবর ছড়িয়ে পড়তেই উত্তেজিত বাসিন্দারা সুবলবাবুর বাড়ি চড়াও হন। তাঁর বাড়িতে আগুনও লাগিয়ে দেওয়া হয়। সুবলবাবু পালান। পুলিশের বিরাট বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

Advertisement

এসপি সংযুক্তা পরাশর জানান, আজ সকালে পুলিশ তেজপুর থেকে সুবলবাবুকে গ্রেফতার করে। তাঁকে তেজপুর আদালতে তোলা হয়। আদালতকক্ষে অভিযোগকারিণী ছাত্রীকে দেখেই সুবলবাবু আতঙ্কিত হয়ে পড়েন। আদালত কক্ষের একটি টেবিলে কাগজ কাটার ছুরি রাখা ছিল। আচমকা সুবলবাবু ওই ছুরি নিয়ে নিজের গলায় চালিয়ে দেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement