Justice Joymalya Bagchi

শীর্ষ আদালতে বিচারপতি বাগচীর শপথ সোমবার, সুপ্রিম কোর্টে তাঁর কার্যকালের মেয়াদ হবে ছ’বছর

শীর্ষ আদালতের বিচারপতি হিসাবে আগামী সোমবার শপথ নেবেন বিচারপতি জয়মাল্য বাগচী। শীর্ষ আদালতে তাঁর কার্যকালের মেয়াদ হবে ছ’বছরের। হিসাব অনুযায়ী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও হতে পারেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৫ ২০:৩৭
Share:

বিচারপতি জয়মাল্য বাগচী। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে শপথ নেবেন তিনি। —ফাইল চিত্র।

সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে আগামী সোমবার শপথ নেবেন কলকাতা হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না তাঁকে শপথবাক্য পাঠ করাবেন। সেখানে উপস্থিত থাকবেন শীর্ষ আদালতের অন্য বিচারপতিরাও। সুপ্রিম কোর্টে বিচারপতি পদে অনুমোদিত বিচারপতির সংখ্যা ৩৪। বিচারপতি বাগচীর শপথের পরে সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা হবে ৩৩।

Advertisement

শীর্ষ আদালতের প্রধান বিচারপতি খন্নার নেতৃত্বে সুপ্রিম কোর্টের কলেজিয়াম গত ৬ মার্চ বিচারপতি বাগচীর নাম সুপারিশ করে। সুপ্রিম কোর্টের কলেজিয়ামের ওই সুপারিশ অনুসারে পরবর্তী পদক্ষেপ করে আইন মন্ত্রক। গত সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ করে আইন মন্ত্রক জানায়, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত করেছেন বিচারপতি বাগচীকে। সেই মতো আগামী সোমবার শীর্ষ আদালতের বিচারপতি হিসাবে শপথ নেবেন তিনি। আগামী দিনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও হতে পারেন তিনি।

শীর্ষ আদালতের কলেজিয়ামে প্রধান বিচারপতি খন্না ছাড়াও রয়েছেন বিচারপতি বিআর গভৈ, বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি বিক্রম নাথ। শীর্ষ আদালতের ছয় সদস্যের কলেজিয়াম জানিয়েছে, ২০১৩ সালের ১৮ জুলাই বিচারপতি আলতামাস কবিরের অবসর নেওয়ার পরে কলকাতা হাই কোর্টের কোনও বিচারপতি শীর্ষ আদালতের প্রধান বিচারপতি হননি।

Advertisement

ছয় বছরেরও বেশি সময় সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে থাকবেন বিচারপতি বাগচী। হিসাব অনুযায়ী, ২০৩১ সালের ২৫ মে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদ থেকে অবসর নেওয়ার কথা বিচারপতি কেভি বিশ্বনাথনের। তার পরেই দেশের প্রধান বিচারপতি হতে পারেন বিচারপতি বাগচী। যদিও সে ক্ষেত্রে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে তাঁর কার্যকালের মেয়াদ স্বল্প সময়ের জন্যই হতে পারে। ২০৩১ সালের অক্টোবর মাসে অবসর নেওয়ার কথা বিচারপতি বাগচীর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement