Arunachal Pradesh

জলের তোড়ে খাদে গিয়ে পড়ল আস্ত গাড়ি! অরুণাচলের পাহাড়ি রাস্তা স্রোতে ভাসছে, দেখুন ভিডিয়ো

ঘটনাটি ঘটেছে অরুণাচল প্রদেশের সুবনসিরি জেলায়। ভারী বর্ষণের ফলে সেখানে পাহাড়ে ধস নেমেছে। যাতায়াতের রাস্তার উপর দিয়েই প্রবল স্রোতে বইছে জল। বানভাসি রাস্তায় ভেসে গিয়েছে গাড়ি।

Advertisement

সংবাদ সংস্থা

ইটানগর শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২২ ১২:১৯
Share:

জলের তোড়ে ভেসে গেল গাড়ি। ছবি: টুইটার

পাহাড়ি রাস্তায় জলের তোড়ে ভেসে গেল আস্ত গাড়ি। রাস্তার ধার ঘেঁষে দাঁড়িয়ে থাকা গাড়িটি জলের ধাক্কায় খাদে পড়ে গিয়েছে। গোটা ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ঘটনাটি ঘটেছে অরুণাচল প্রদেশের সুবনসিরি জেলায়। ভারী বর্ষণের ফলে সেখানে পাহাড়ে ধস নেমেছে। যাতায়াতের রাস্তার উপর দিয়েই প্রবল স্রোতে বইছে জল। বানভাসি অরুণাচলের রাস্তায় ভেসে গিয়েছে গাড়ি।

Advertisement

ভিডিয়োটিতে গাড়িটির কাছে তিন জনকে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল। হাঁটু সমান জলে ডুবে ছিল তাঁদের পা। দেখা যায়, প্রবল বৃষ্টি আর জলের ধাক্কায় ধীরে ধীরে গাড়িটি খাদের দিকে এগোচ্ছে। কোনও ভাবেই তা আটকানো সম্ভব হয়নি। জলের ধাক্কায় চার চাকা গাড়িটি শেষমেশ খাদেই পড়ে যায়।

গত কয়েক দিন ধরেই অরুণাচল প্রদেশের একাধিক এলাকায় টানা বৃষ্টি চলছে। যার ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যে। মৌসম ভবনও সেখানকার আবহাওয়া সম্পর্কে আশার কথা শোনাতে পারেনি। বলা হয়েছে, রবিবার পর্যন্ত অরুণাচলে ভারী বৃষ্টি চলবে।

Advertisement

সম্প্রতি উত্তরাখণ্ডেও প্রবল বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সেখান থেকে যে ছবি উঠে এসেছে, তা আরও ভয়াবহ। একটি ভিডিয়োতে দেখা গিয়েছে ধস নেমে হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে পাহাড়ের একাংশ। তার ফলে অন্তত ৪০ জন তীর্থযাত্রী আটকে পড়েছেন। বিপাকে পড়েছেন স্থানীয়রাও। এ বার অরুণাচল প্রদেশ থেকেও একই ছবি উঠে এল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন