Heart Attack

হাসপাতালের রোগীদের চিকিৎসা করতে করতেই হার্ট অ্যাটাক হৃদ্‌রোগ বিশেষজ্ঞের, মৃত্যু

মৃত ওই হৃদ্‌রোগ বিশেষজ্ঞের নাম গ্র্যাডলিন রায় (৩৯)। তিনি সবিতা মেডিক্যাল কলেজের কনসালট্যান্ট কার্ডিয়াক সার্জেন ছিলেন। হাসপাতাল সূত্রে খবর, বুধবার ওয়ার্ডে ওই চিকিৎসক ‘রাউন্ডে’ বেরিয়েছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২৫ ১২:০৭
Share:

মৃত চিকিৎসক গ্র্যাডলিন রায়। ছবি: সংগৃহীত।

রোগীরা কে কেমন আছেন, তার খোঁজ নিচ্ছিলেন। হৃদ্‌রোগে আক্রান্ত রোগীদের শারীরিক অবস্থাও পরীক্ষা করে দেখছিলেন তিনি। হাসপাতালের ওয়ার্ডে ‘রাউন্ডে’ বেরিয়ে হার্ট অ্যাটাকে মৃত্যু হল হৃদ্‌রোগ বিশেষজ্ঞের। বুধবার ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ের সরকারি হাসপাতালে।

Advertisement

মৃত ওই হৃদ্‌রোগ বিশেষজ্ঞের নাম গ্র্যাডলিন রায় (৩৯)। তিনি সবিতা মেডিক্যাল কলেজের কনসালট্যান্ট কার্ডিয়াক সার্জেন ছিলেন। হাসপাতাল সূত্রে খবর, বুধবার ওয়ার্ডে ওই চিকিৎসক ‘রাউন্ডে’ বেরিয়েছিলেন। রোগীদের পরীক্ষা করছিলেন। হঠাৎই তিনি জ্ঞান হারিয়ে পড়ে যান। তাঁর সঙ্গে থাকা চিকিৎসক কর্মী এবং জুনিয়র ডাক্তারেরা সঙ্গে সঙ্গে গ্র্যাডলিনকে সিপিআর-সহ প্রয়োজনীয় চিকিৎসা করে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু তাঁদের সব চেষ্টা বিফলে যায়।

চিকিৎসক সুধীর কুমার জানিয়েছেন, সহকর্মীরা সিপিআর, অ্যাঞ্জিয়োপ্লাস্টি, ইন্ট্রা-অ্যাওরর্টিক বেলুন পাম্প, একমো করেও গ্র্যাডলিনের জ্ঞান ফেরাতে পারেননি। চিকিৎসক গ্র্যাডলিনের মৃত্যুতে হতভম্ব তাঁর সহকর্মীরাও। তাঁরা জানাচ্ছেন, চিকিৎসকের কোনও দিন কোনও উপসর্গ ধরা পড়েনি। এমনকি তিনি নিজেও খুব সচেতন ছিলেন। তা ছাড়া পরিশীলিত জীবনযাপনে অভ্যস্ত ছিলেন। তার পরেও কী ভাবে হার্ট অ্যাটাক, সেটা ভেবেই স্তম্ভিত হৃদ্‌রোগ বিশেষজ্ঞের সহকর্মীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement