১৭ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মামলা

কয়েক দিন আগে অন্য জেলা থেকে করিমগঞ্জে বদলি হয়ে আসা ১৭ জন ম্যালেরিয়া কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করছেন করিমগঞ্জের স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক কৃষ্ণা কেম্প্রাই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

করিমগঞ্জ শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৫ ০২:৪৮
Share:

কয়েক দিন আগে অন্য জেলা থেকে করিমগঞ্জে বদলি হয়ে আসা ১৭ জন ম্যালেরিয়া কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করছেন করিমগঞ্জের স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক কৃষ্ণা কেম্প্রাই। আজ তিনি জানান, ২০১৫ সালের মার্চ মাসে অসমের শোনিতপুর, লখিমপুর, উদালগুড়ি থেকে ১৭ জন কর্মী বদলি হয়ে করিমগঞ্জে আসেন। তাঁদের পাথারকান্দি, রামকৃষ্ণনগর, নিলামবাজার, বদরপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়োগ করা হয়। তৈরি হয় সার্ভিস বুক। কিন্তু বদলি সংক্রান্ত কাগজে ত্রুটি থাকায় প্রশ্ন ওঠে। পরে ওই ১৭ জন কর্মীর বেতনও বন্ধ রাখতে বলা হয়।

Advertisement

অসমের স্বাস্থ্য বিভাগ পরে জানায় তাঁদের নিয়োগপত্রই দেয়নি অসমের স্বাস্থ্য বিভাগ। বদলি হয়ে করিমগঞ্জে বহাল হওয়ার কাগজও ভুয়ো। এ সবে জালিয়াতি রয়েছে। কৃষ্ণা কেম্প্রাই জানান, স্বাস্থ্য বিভাগের তরফ থেকে ওই ১৭ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে খবর, স্বাস্থ্য বিভাগের লেটারহেডে বদলির ভূয়ো নথি তৈরি করে অসমের বিভিন্ন জেলায় ম্যালেরিয়া বিভাগে কয়েক জনকে নিয়োগ করা হয়েছিল। সে জন্য ৫ লক্ষ টাকা করে নিয়েছিল দালালচক্র।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন