সিবিআইকে দুষেছেন আত্মঘাতীরা

মঙ্গলবারই ছেলেকে নিয়ে আত্মঘাতী হয়েছেন দুর্নীতির দায়ে অভিযুক্ত প্রাক্তন আমলা বি কে বনশল। সুইসাইড নোটে বনশল লিখেছেন, তাঁকে ও তাঁর পরিবারকে হেনস্থা করেছে সিবিআই।

Advertisement
শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৬ ০২:৪৫
Share:

মঙ্গলবারই ছেলেকে নিয়ে আত্মঘাতী হয়েছেন দুর্নীতির দায়ে অভিযুক্ত প্রাক্তন আমলা বি কে বনশল। সুইসাইড নোটে বনশল লিখেছেন, তাঁকে ও তাঁর পরিবারকে হেনস্থা করেছে সিবিআই। ফলে তাঁদের মৃত্যুর জন্য দায়ী সিবিআই-ই। এমনকী ওই নোটে চার সিবিআই কর্তারও নাম লিখেছেন বনশল। পাশাপাশি, বনশলের বাড়ির পরিচারিকা জানান, বাবা আর ছেলে দু’জনেই খুব চুপচাপ থাকতেন। এক দিন বনশল কাঁদতে কাঁদতে বলেছিলেন, ‘‘কেন সিবিআই বারবার আমাদেরই হেনস্থা করছে।’’ আর মাঝে মাঝেই বলতেন, স্ত্রী ও মেয়ে চলে যাওয়ার পর বাঁচার ইচ্ছেই নেই। তাদের বিরুদ্ধে বনশলের তোলা অভিযোগ তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে সিবিআই।

Advertisement

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement