CBI Raid In Mizoram

শিশুকে যৌন নিগ্রহ করে পর্নসাইটে ভিডিয়ো পোস্ট করতেন! বাড়ি থেকে অভিযুক্তকে পাকড়াও করল সিবিআই

গত ৩০ মে একটি মামলা দায়ের করে সিবিআই। তাতে শিশু নির্যাতনের উপকরণ তৈরি, সেগুলি সংগ্রহ, সংরক্ষণ এবং ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মতো মারাত্মক অভিযোগ আনা হয়। ওই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জুন ২০২৫ ২১:৪৬
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

শিশুদের উপর যৌন নির্যাতন করে সেই সমস্ত হেনস্থার ভিডিয়ো আপলোড করতেন পর্নসাইটে! এমনই এক অভিযুক্তকে গ্রেফতার করল সিবিআই। সোমবার মিজোরামের আইজল থেকে যৌন নির্যাতনকারীকে গ্রেফতার করছেন গোয়েন্দারা। উদ্ধার হয়েছে ভিডিয়ো বানানোর নানা উপকরণ, অশ্লীল ছবি এবং ভিডিয়ো। প্রসঙ্গত, স্বতঃপ্রণোদিত ভাবে এই অভিযান চালিয়েছিল সিবিআই।

Advertisement

জানা গিয়েছে, গত ৩০ মে একটি মামলা দায়ের করে সিবিআই। তাতে শিশু নির্যাতনের উপকরণ তৈরি, সেগুলি সংগ্রহ, সংরক্ষণ এবং ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মতো মারাত্মক অভিযোগ আনা হয়। ওই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তার পরেই মিজোরামে লালারামপানা নামে এক অভিযুক্তের বাড়িতে অভিযান চলে। এর আগে গত ৪ জুন ওই অভিযুক্তের বাড়ি থেকে বেশ কিছু বৈদ্যুতিন যন্ত্র বাজেয়াপ্ত হয়। সেগুলোর ফরেন্সিক পরীক্ষায় প্রচুর গ্রাফিক ছবি, ভিডিয়ো এবং শিশু নির্যাতনের প্রমাণ মেলে।

ওই বিষয়বস্তুগুলি ইন্টারপোলের আন্তর্জাতিক শিশু যৌন নির্যাতন (আইসিএসই) ডেটাবেস এবং গুগ্‌লের সাইবার টিপলাইন রিপোর্ট (সিটিআরএস)-এর সঙ্গে মিলে যায়। ঘটনাক্রমে সমস্ত প্রমাণপত্র পাঠানো হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ সাইবার অপরাধ সমন্বয় কেন্দ্র বা ১৪সি-তে। সেখানকার বিশ্লেষণে দেখা যায়, অভিযুক্ত একটি শিশুকে যৌন নির্যাতন করেছে এবং শিশুদের যৌন নির্যাতনের ভিডিয়ো ছড়িয়ে দিয়েছেন। তার পরেই গ্রেফতারির পদক্ষেপ করে সিবিআই।

Advertisement

নির্যাতিতদের শনাক্ত করার পাশাপাশি তাদের নির্যাতনকারীকে চিহ্নিত করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। আর সিবিআইয়ের নিজস্ব সাইবার নজরদারি ব্যবস্থার মাধ্যমে ঘটনাটি প্রকাশ্যে আসে নির্যাতিত বা তার পরিবারেরকোনও অভিযোগ ছাড়াই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement