National news

ঠকিয়েছেন নিজের ব্যাঙ্ককেই! ইউকো ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা সিবিআইয়ের

অভিযোগ, যে কারণে ঋণ নেওয়া হয়েছিল, তা নাকি ওই দুই সংস্থা ব্যবহার করেছিল অন্য খাতে। অথচ সব জেনেও অরুণ কোনও পদক্ষেপ করেননি। এই ঘটনায় দিল্লির আটটি এবং মুম্বইয়ের দু’টি জায়গায় তল্লাশি চালিয়েছে সিবিআই।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০১৮ ১৫:২১
Share:

অরুণ কল। ফাইল চিত্র।

এ যেন সর্ষের মধ্যেই ভূত। জেনে বুঝে নাকি ইউকো ব্যাঙ্ককে বিপুল ক্ষতির মুখে ঠেলে দিয়েছিলেন তাদেরই প্রাক্তন চেয়ারম্যান অরুণ কল। ক্ষতির পরিমাণ অন্তত ৬২১ কোটি টাকা। শনিবারঅরুণ কল-সহ বেশ কয়েকজনের নামে মামলা দায়ের করেছে সিবিআই। অভিযোগ, ইউকো ব্যাঙ্কে কর্মরত অবস্থায় তিনি বৈধ কাগজপত্র ছাড়াই দু’টি বেসরকারি সংস্থাকে প্রায় ৬২১ কোটি টাকা ঋণ পাইয়ে দিয়েছিলেন। পরে সেই ঋণকে ‘নন পারফর্মিং অ্যাসেট’ বলে চিহ্নিত করা হয়েছিল। গোটা ঘটনায় অরুণ সরাসরি জড়িত বলে দাবি করেছে সিবিআই।

Advertisement

নীরব মোদী-কাণ্ড প্রকাশ্যে আসার পর থেকেই ঋণ খেলাপির ঘটনা নিয়ে তদন্ত জোরদার করেছে সিবিআই। তাদের ধারণা, এই প্রতারণায় শুধু যে নীরব মোদীর মতো গুটি কয়েক আসাধু ব্যবসায়ী জড়িত, তা নয়। জড়িয়ে রয়েছে ব্যাঙ্কের পদস্থ কর্মীদের একটা বড় অংশ। এ ক্ষেত্রেও বিষয়টা একই রকম বলে মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। না হলে প্রয়োজনীয় নথি ছাড়া ‘এরা ইঞ্জিনিয়ারিং ইনফ্রা লিমিটেড’ ও ‘অলটিয়াস ফিনসার্ভ প্রাইভেট লিমিটেড’ নামের দু’টি বেসরকারি সংস্থাকে কেন বিপুল অঙ্কের ঋণ দেবে ইউকো ব্যাঙ্ক?

অভিযোগ, যে কারণে ঋণ নেওয়া হয়েছিল, তা নাকি ওই দুই সংস্থা ব্যবহার করেছিল অন্য খাতে। অথচ সব জেনেও অরুণ কোনও পদক্ষেপ করেননি। এই ঘটনায় দিল্লির আটটি এবং মুম্বইয়ের দু’টি জায়গায় তল্লাশি চালিয়েছে সিবিআই।

Advertisement

আরও পড়ুন: নববর্ষে টাকা দিয়ে সাজিয়ে তোলা হল চেন্নাইয়ের মন্দির!

আরও পড়ুন: ‘বাবা’র রোজগার ২০ টাকা, পুজোয় আগ্রহ নেই হানির

অরুণের সঙ্গে অভিযুক্ত ওই দুই সংস্থার বেশ কয়েকজনের নামেও মামলা দায়ের করেছে সিবিআই। তবে এ নিয়ে কারও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন