আইপিএল কেলেঙ্কারিতে অভিযুক্ত ললিত মোদীর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করতে ইন্টারপোলকে অনুরোধ করেছে সিবিআই। ওই নোটিস জারি করতে প্রয়োজনীয় নথিপত্রও ইন্টারপোলকে দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে চেষ্টা করেও লন্ডন প্রবাসী ললিতের নাগাল পাননি ভারতীয় তদন্তকারীরা। বরং ব্রিটিশ সরকারের কাছ থেকে ভ্রমণের অনুমতি পেতে তাঁকে সাহায্য করার অভিযোগে প্যাঁচে পড়েছেন সুষমা স্বরাজ ও বসুন্ধরা রাজে সিন্ধিয়া।