আইকোরে সিবিআই হেফাজত

আরও এক বেআইনি অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে তদন্তে নামল সিবিআই। আইকোর নামের ওই সংস্থার দুই কর্তাকে সোমবার ওড়িশার আদালতে তুলে ১০ দিনের জন্য হেফাজতে পেল সিবিআই। গোয়েন্দা সংস্থা সূত্রের খবর, আইকোর-এর সঙ্গেও পশ্চিমবঙ্গের বেশ কিছু প্রভাবশালীর নাম জড়িয়ে রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৭ ০৪:০২
Share:

আরও এক বেআইনি অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে তদন্তে নামল সিবিআই। আইকোর নামের ওই সংস্থার দুই কর্তাকে সোমবার ওড়িশার আদালতে তুলে ১০ দিনের জন্য হেফাজতে পেল সিবিআই। গোয়েন্দা সংস্থা সূত্রের খবর, আইকোর-এর সঙ্গেও পশ্চিমবঙ্গের বেশ কিছু প্রভাবশালীর নাম জড়িয়ে রয়েছে। তার মধ্যে এখনকার শাসক দলের নেতা-মন্ত্রী যেমন রয়েছেন, তেমনই বাম আমলের কিছু নেতার নামও রয়েছে। এক সময়ে একটি বাংলা দৈনিকেও বিনিয়োগ করেছিল আইকোর।

Advertisement

আইকোরের দুই কর্তা, স্বামী-স্ত্রী অনুকূল মাইতি এবং কণিকা মাইতিকে ২০১৫ সালে গ্রেফতার করেছিল রাজ্য পুলিশ। সেই সময়ে বেআইনি অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে তদন্তে নেমেছিল রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল ‘সিট’। অনুকূল ও তাঁর স্ত্রী গ্রেফতার হয়েছিলেন সিট-এর হাতেই। তখন থেকেই তাঁরা জেলে রয়েছেন। সিবিআই-এর অভিযোগ, শুধু পশ্চিমবঙ্গ নয়, ওড়িশা, ঝাড়খণ্ড এমনকী উত্তরপ্রদেশের মানুষকেও ভুল বুঝিয়ে, প্রলোভন দেখিয়ে টাকা তুলেছে আইকোর। অন্য রাজ্যের পুলিশও তাই আইকোরের নামে মামলা দায়ের করে। ঝাড়খণ্ড পুলিশের দায়ের করা মামলার ভিত্তিতে গত বছরের জুলাই মাসে কলকাতার প্রেসিডেন্সি জেল থেকে মাইতি দম্পতিকে নিয়ে জামশেদপুর জেলে নিয়ে যাওয়া হয়েছিল। এ দিন সেখান থেকেই ওড়িশা নিয়ে যাওয়া হয় দু’জনকে।

সিবিআই জানিয়েছে, কলকাতার নাকতলার বাসিন্দা এই দম্পতির ভবানীপুরে একটি মল রয়েছে। অনুকূল বেশ কিছুদিন কলকাতার একটি নামী ফুটবল ক্লাবের কর্মকর্তাও ছিলেন বলে সিবিআই জানিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement