সিবিআইয়ের নতুন প্রধান তিন দিনেই, জানাল কেন্দ্র

নতুন সিবিআই প্রধানের নাম ২০ জানুয়ারির মধ্যে চূড়ান্ত হয়ে যাবে বলে সুপ্রিম কোর্টে জানাল মোদী সরকার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০১৭ ০৩:১৮
Share:

নতুন সিবিআই প্রধানের নাম ২০ জানুয়ারির মধ্যে চূড়ান্ত হয়ে যাবে বলে সুপ্রিম কোর্টে জানাল মোদী সরকার।

Advertisement

সিবিআই প্রধান নিয়োগের নিয়ম মেনে কাল সন্ধ্যাতেই প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি ও লোকসভার প্রধান বিরোধী দলের নেতাকে নিয়ে কমিটির বৈঠক হয়। সূত্রের খবর, এখনও দিল্লির পুলিশ কমিশনার অলোক বর্মাই দৌড়ে এগিয়ে রয়েছেন। বুধবার ফের বৈঠক ডাকা হতে পারে। আজ সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি জানান, সোমবারের বৈঠকের কার্যাবলি চূড়ান্ত করা হচ্ছে। ২০ জানুয়ারির মধ্যেই নয়া প্রধানের নাম ঘোষণা হতে পারে। সরকারি সূত্রে খবর, সোমবার সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা অবধি নরেন্দ্র মোদী, প্রধান বিচারপতি জে এস খেহর ও লোকসভায় প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা মল্লিকার্জুন খড়্গের বৈঠক হয়। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হয়নি। কারণ একটি নাম চূড়ান্ত হলেও তাতে খড়্গে নিজের লিখিত আপত্তি জানাতে চান। তাঁকে ওই লিখিত আপত্তি পেশ করার সুযোগ করে দেওয়ার জন্যই ফের বুধবার বৈঠক ডাকা হতে পারে। সরকারের আর একটি সূত্রের যুক্তি, বৈঠক ডাকা না হলেও খড়্গে তাঁর আপত্তি পাঠিয়ে দিতে পারেন।

বস্তুত, সিবিআই অধিকর্তা নিয়োগ নিয়ে চাপের মুখে পড়েই মোদীকে এই বৈঠক ডাকতে হয়। কারণ প্রাক্তন অধিকর্তা অনিল সিন্হা অবসর নেওয়ার আগে নিয়ম মেনে নিয়োগ কমিটির বৈঠক ডাকেনি সরকার। সিবিআইয়ের দ্বিতীয় শীর্ষকর্তা রূপক দত্তকে বদলি করে অপেক্ষাকৃত নবীন, গুজরাত ক্যাডারের অফিসার রাকেশ আস্থানাকে অস্থায়ী দায়িত্ব দেওয়া হয়। সরব হন বিরোধীরা। সুপ্রিম কোর্টে মামলাও হয়। আস্থানা দায়িত্ব নেওয়ার পরই সিবিআইকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে কাজে লাগানোর অভিযোগ উঠতে শুরু করে। আজ তাই কোর্টে সরকার আশ্বাস দিয়েছে, চলতি সপ্তাহেই চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে। অ্যাটর্নি জেনারেলের আশ্বাসের পরেই শুনানি ২০ জানুয়ারি পর্যন্ত পিছিয়ে দেয় বেঞ্চ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement