এয়ার ইন্ডিয়া তদন্তে সিবিআই

ইউপিএ জমানায় এয়ার ইন্ডিয়া ও ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিতর্কিত সংযুক্তি নিয়ে তদন্ত করবে সিবিআই। সেইসঙ্গে তদন্ত হবে ওই দুই সরকারি বিমান সংস্থার তৎকালীন বিমান কেনা ও লিজ নেওয়ার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ নিয়েও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ মে ২০১৭ ০৪:২১
Share:

ইউপিএ জমানায় এয়ার ইন্ডিয়া ও ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিতর্কিত সংযুক্তি নিয়ে তদন্ত করবে সিবিআই। সেইসঙ্গে তদন্ত হবে ওই দুই সরকারি বিমান সংস্থার তৎকালীন বিমান কেনা ও লিজ নেওয়ার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ নিয়েও। মনমোহন সিংহ সরকারের জমানায় এই সিদ্ধান্তগুলির জন্য কোষাগারের বিপুল ক্ষতি হয়েছে বলে অভিযোগ। এ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল একটি স্বেচ্ছাসেবী সংস্থা। ফলে সিবিআই তদন্তের আদেশ দেয় শীর্ষ আদালত।

Advertisement

আজ এয়ার ইন্ডিয়া, বিমান মন্ত্রকের অফিসার-সহ বেশ কয়েক জনের বিরুদ্ধে এফআইআর করেছে সিবিআই। এফআইআরে কারও নাম উল্লেখ করা হয়নি। সিবিআইয়ের মুখপাত্র আর কে গৌর জানিয়েছেন, সেই সময়ে ১১১টি বিমান কিনেছিল সরকারি বিমান সংস্থা দু’টি। অভিযোগ, কিছু বিদেশি বিমান প্রস্তুতকারক সংস্থাকে সুবিধে পাইয়ে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে ক্ষতি হয় কোষাগারের। নিয়ম ভেঙে বেশ কিছু বিমান লিজ নেওয়া হয়েছিল বলেও অভিযোগ আছে। তৃতীয় অভিযোগ, উড়ানের যে সব রুট ও সময় এয়ার ইন্ডিয়ার পক্ষে লাভজনক ছিল তা দেশীয় ও বিদেশি বেসরকারি বিমান
সংস্থাকে দিয়ে দেওয়া হয়েছিল। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) একটি রিপোর্টে জানায়, এয়ার ইন্ডিয়া ও ইন্ডিয়ান এয়ারলাইন্সের সংযুক্তির আগে এই সিদ্ধান্তের আর্থিক দিকটি সঠিক ভাবে বিবেচনা করা হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন