CBSE

দশম ও দ্বাদশ শ্রেণির বাকি পরীক্ষার দিন ঘোষণা করল সিবিএসই, পরীক্ষার্থীদের আনতে হবে স্যানিটাইজার

পরীক্ষাগুলো হবে ১ জুলাই থেকে ১৫ জুলাইয়ের মধ্যে। ২৯টি বিষয়ের পরীক্ষা হবে এই সময়ের মধ্যে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ মে ২০২০ ১৮:০৯
Share:

প্রতীকী ছবি।

দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল সিবিএসই। করোনাভাইরাস ও লকডাউনের জেরে বেশ কয়েকটি পরীক্ষা বাকি থাকতেই তা বন্ধ হয়ে যায়। সোমবার সেই পরীক্ষাগুলোর সময়সূচিই প্রকাশ করল বোর্ড। এ দিন সকালে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক টুইট করে জানিয়েছে, প্রোমোশন এবং পরবর্তী শিক্ষাবর্ষে ভর্তির কথা মাথায় রেখে ২৯টি গুরুত্বপূর্ণ বিষয়ে পরীক্ষা নেওয়া হবে।

Advertisement

বোর্ড সূত্রে খবর, বাকি পরীক্ষাগুলো হবে ১ জুলাই থেকে ১৫ জুলাইয়ের মধ্যে। ২৯টি বিষয়ের পরীক্ষা হবে এই সময়ের মধ্যে। তার মধ্যে উত্তর-পূর্ব দিল্লির দশম শ্রেণির পরীক্ষার্থীদের ৬টি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। এই বিষয়গুলো হল— হিন্দি কোর্স এ, হিন্দি কোর্স বি, ইংলিশ কমিউনিকেশন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, বিজ্ঞান এবং সমাজ বিজ্ঞান। ১, ২, ২০ এবং ১৫ জুলাইয়ের মধ্যে এই পরীক্ষাগুলো হবে।

গোটা দেশে দ্বাদশ শ্রেণির যে বিষয়ে পরীক্ষাগুলো হবে তার মধ্যে রয়েছে— বিজনেস স্টাডিজ, ভূগোল, হিন্দি (কোর), হিন্দি(ইলেক্টিভ), হোম সায়েন্স, সোশিওলজি, কম্পিউটার সায়েন্স (ওল্ড), কম্পিউটার সায়েন্স (নিউজ), ইনফরমেশন প্র্যাকটিস (ওল্ড), ইনফরমেশন প্র্যাকটিস (নিউ), ইনফরমেশন টেকনোলজি এবং বায়ো-টেকনোলজি।

Advertisement

উত্তর-পূর্ব দিল্লির দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের যে বিষয়ে পরীক্ষা হবে এই নির্ধারিত সময়ের মধ্যে সেগুলো হল— ইংলিশ(কোর), অঙ্ক, অর্থনীতি, বায়োলজি, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, ইংলিশ ইলেক্টিভ-এন, ইংলিশ ইলেক্টিভ-সি, পদার্থবিদ্যা, রসায়ন এবং বাণিজ্য।

করোনা আবহে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে পরীক্ষার্থীদের জন্য কয়েকটি নির্দেশিকা জারি করেছে বোর্ড। সেগুলো হল—

• সমস্ত পরীক্ষার্থীকে স্বচ্ছ বোতলে হ্যান্ড স্যানিটাইজার নিয়ে আসতে হবে।

• মাস্ক বা কাপড় দিয়ে নাক-মুখ ভাল করে ঢেকে পরীক্ষা কেন্দ্রে আসতে হবে।

• সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

• অভিভাবকরা তাঁদের সন্তানদের এ ব্যাপারে গাইড করবেন যাতে কোভিড সংক্রমণ এড়ানো যায়।

• পরীক্ষার্থী অসুস্থ নয়, এ বিষয়টা অভিভাবককে নিশ্চিত করতে হবে।

• পরীক্ষায় বসার সময় সমস্ত নির্দেশিকা অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে।

• অ্যাডমিট কার্ডে যে নির্দেশিকা দেওয়া থাকবে তা মেনে চলতে হবে।

• ডেট-শিট এবং অ্যাডমিট কার্ডে পরীক্ষার যে সময়সূচি থাকবে সেই অনুযায়ীই পরীক্ষা হবে।

• সকাল ১০টা থেকে ১০টা ১৫ মিনিটের মধ্যে পরীক্ষার্থীদের উত্তরপত্র দেওয়া হবে।

• ১০টা ১৫ মিনিটে প্রশ্নপত্র দেওয়া হবে।

• ১০টা ১৫ মিনিট থেকে সাড়ে ১০টা অর্থাত্ ১৫ মিনিট প্রশ্নপত্র পড়ার সময় পাবেন পরীক্ষার্থীরা।

• সাড়ে ১০টা থেকে লেখা শুরু করতে পারবেন পরীক্ষার্থীরা।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যায় নতুন রেকর্ড, মৃত্যু ছাড়াল তিন হাজার

আরও পড়ুন: ফণীর মতোই বিপুল বেগে রাজ্যের ছয় জেলা লন্ডভন্ড করতে পারে আমপান

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন